
| রবিবার, ০৬ মে ২০১৮ | প্রিন্ট
যুক্তরাজ্যের পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ’র দুই চাচার বিরুদ্ধে টাকার বিনিময়ে জাল ভিসা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ওই দুই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাজ্যে আসতে মরিয়া পাকিস্তানিদের কাছ থেকে ভিসার ব্যবস্থা করে দেবার বিনিময়ে টাকা গ্রহণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
একজন ভুক্তভোগী ব্রিটিশ পত্রিকা ‘দ্য মেইল’ কে দেয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেন, বৃটিশ ভিসা দেবার কথা বলে টাকা নিয়ে তারা ভুয়া ধরিয়ে কাগজ দেয়।
এই জালিয়াত চক্রের নেতা হিসেবে মনে করা হচ্ছে আব্দুল মাজিদকে, যিনি ৭ বছর আগে মৃত্যুর আগে পর্যন্ত পাকিস্তানেই বাস করতেন। তার সহকারী আব্দুল হামিদ যুক্তরাজ্যের ব্রিস্টলে বসবাস করছে।
যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য মেইলকে এ বিষয়ে হামিদের মন্তব্য জানতে চাইলে ভিসার ব্যবস্থা করে দেবার বিষয়টি স্বীকার করেন কিন্তু জাল ভিসার বিষয়টিকে মিথ্যা বলে উড়িয়ে দেন। পাকিস্তানে জাভিদের গ্রামের প্রতিবেশীরা জানান মাজিদ ও হামিদ ১৯৯০ সাল থেকেই ভিসা করিয়ে দেবার ব্যবসা করে আসছেন। তবে একাধিক ব্যক্তি দ্য মেইলকে জানিয়েছেন টাকা নিয়েও তারা ভিসা পাননি বা পেলেও তা ছিল ভুয়া কাগজপত্র। ডেইলি মেইল
Posted ১৭:০৩ | রবিবার, ০৬ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain