
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করেছে মোদি সরকার। এই তালিকায় রয়েছে পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। এমনকি নিষিদ্ধ করা হচ্ছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও।
সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোদি সরকারের দাবি নিষিদ্ধ হওয়া পাকিস্তান ইউটিউব চ্যানেলগুলোতে পাহেলগাঁও কাণ্ডের পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল। এমনকি মিথ্যা ভাষ্য তৈরি এবং ভারতের সেনাবাহিনী সম্পর্কেও বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছে ওই চ্যানেলগুলির বিরুদ্ধে। ইউটিউব চ্যানেলগুলিকে নিষিদ্ধ করার আবেদন জানিয়েছিল দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই ইউটিউব চ্যানেলগুলোর মোট সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সাড়ে ছ’কোটি।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের ফলে পাকিস্তান ও ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। পাল্টপাল্টি পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে।সূত্র : এনডিটিভি।
Posted ০৭:০৪ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain