
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : ইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার অভিযোগ উঠেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে জানিয়েছেন, রুশ বাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত যুদ্ধবিরতি দুই হাজারেরও বেশি বার লঙ্ঘন করেছে।
সোমবার (২১ এপ্রিল) টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, রবিবার সকাল থেকেই রাশিয়া বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা চালিয়েছে। তবে সোমবার কোনো এয়ার অ্যালার্ট জারি হয়নি বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। একই সঙ্গে তারা কিয়েভের বিরুদ্ধে শত শত ড্রোন ও গোলাবারুদ হামলার অভিযোগ এনেছে।
যুদ্ধবিরতির মধ্যেও রাশিয়া ও ইউক্রেন একে অপরকে পাল্টাপাল্টি হামলার দায়ে অভিযুক্ত করছে। তবে উভয় পক্ষের এসব দাবির নিরপেক্ষভাবে সত্যতা যাচাই সম্ভব হয়নি।
প্রসঙ্গত, পুতিন ইস্টার সানডে উপলক্ষে একদিনের যুদ্ধবিরতির নির্দেশ দিয়েছিলেন, যদিও বাস্তবে তা কার্যকর হয়নি বলেই অভিযোগ উঠছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ টানা তিন বছরেরও বেশি সময় ধরে চলছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Posted ০৯:০২ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain