
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট :আজকের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে উগ্রবাদের কোনো জায়গা নেই এমন মন্তব্য করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করে একটি পোস্ট শেয়ার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার শেয়ার করা পোস্ট এ তিনি লিখেছেন, গত পনেরো বছরে হাজার হাজার পুরুষ, নারী গুম,খুন, অত্যাচারিত হয়েছে। অমানবিক সংগ্রাম করেছে ওই পরিবারগুলোর নারীরা। জুলাইতেও আন্দোলনের শুরু এই বাংলাদেশের নারীদের হাতেই। শহীদ হয়েছে আমাদের সন্তানেরা, ছোট শিশুকন্যাও। হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, বৌদ্ধ, সকলেই এই আন্দোলনের শরিক।
তিনি আরো লিখেছেন, লিঙ্গ, বয়স, পেশা নির্বিশেষে প্রতিটা নাগরিক যেন রাস্তাঘাটে চলাফেরা করতে নিরাপদ বোধ করে এমন বাংলাদেশ আমাদের কাম্য। বাড়ি থেকে রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, অফিসে, সর্বত্র তাদের আত্মসম্মানকে মূল্যায়ন করা উচিৎ।
এ নিয়ে তিনি লিখেছেন, আসুন আমরা নারীদের প্রতি উগ্রতা, বিদ্বেষ, এবং অশ্রদ্ধামূলক সকল আচরণকে না বলি এবং এই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা ব্যবস্থা সুসংহত করার জন্য আহবান জানাই। আজকের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে উগ্রবাদের কোনো জায়গা নেই।
Posted ০৯:২৯ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain