
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেয়ার অজুহাত তৈরি করা যাবে না। একজনের চিন্তা-চেতনা, মতামত আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়া হবে, আসলে তা হয় না।
আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে দেখতে আসেন তিনি। পরে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
পতিত স্বৈরাচার শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনার বিচার হতেই হবে। আদালত তার আইনের নিয়মে চলে। তার দ্রুত বিচার হতে পারে।
প্রসঙ্গত, গত রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় রাতে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধূলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন তিনি। এরপর রবিবার চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি।
Posted ১০:৩৯ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain