
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ মার্চ ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশনসহ সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ড. শাহিদা রফিকের জানাজা শেষে তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ‘জনগণ এখন নির্বাচন চায়। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান সবার। একই সঙ্গে অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাই।
রিজভী আরও বলেন, ‘সংস্কারের জন্য কমিশন গঠন হয়েছিল সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে।’
Posted ১৬:১৪ | সোমবার, ০৩ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain