
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : আইন নিজের হাতে তুলে নিলে সমাজে শৃঙ্খলা ফিরবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ রাজধানীর মিরপুরে উলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ‘আইন নিজের হাতে তুলে নিলে সমাজে শৃঙ্খলা ফিরবে না।
পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘অতীতে দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের জেলগুলো পূরণ করা হয়েছে। ডাকাত আর ধর্ষকরা স্বাধীনভাবে চলাফেরা করেছে। আয়নাঘরের মতো ন্যাক্কারজনক ঘটনা এ সমাজে ঘটেছে। সম্প্রতি সমাজের যা ক্ষতি হয়েছে, আরও বেশি হতে পারতো। তবে কোনো ক্ষতির পক্ষে জামায়াতে ইসলামী নয়।
এ সময় এতিমদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
Posted ১৫:০০ | রবিবার, ০২ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain