
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : সম্পত্তির লোভে নিজের মাকে নির্মম মারধরের অভিযোগ উঠেছে এক মেয়ের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত মেয়ে তার মাকে কামড়ে দিচ্ছে এবং চুল টেনে মারধর করছে।
এমনকি ‘মায়ের রক্তপান করার’ হুমকিও দিতে দেখা যায় তাকে। ঘটনার জেরে পুলিশ অভিযুক্ত মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যে। শনিবার (১ মার্চ) রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে
সংবাদমাধ্যমটি বলছে, হৃদয়বিদারক ভিডিওটিতে দেখা যায়, হরিয়ানার হিসার জেলার এক তরুণী তার মাকে নির্মমভাবে নির্যাতন করছে। কখনও চুল ধরে টানছে, কখনও মাথা দেওয়ালে ঠুকে দিচ্ছে। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “কী মজা! এবার আমি তোমার রক্ত পান করব। তুমি আমাকে এ সব করতে বাধ্য করছো। তুমি আর কত দিন বাঁচবে?”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত তরুণীর ভাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, তার বোন মায়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে চায়। বৃদ্ধা মা রাজি না হওয়ায় তাকে শারীরিক ও মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভুক্তভোগী বৃদ্ধার নাম নির্মলা দেবী। তার কন্যা রিতা জোর করে সম্পত্তি লিখিয়ে নিতে চায়। বৃদ্ধা রাজি না হওয়ায় প্রতিনিয়ত নির্যাতন চালানো হচ্ছে।
অভিযুক্ত তরুণীর ভাই আরও জানান, দুই বছর আগে তার বোনের বিয়ে হয়েছিল। কিছুদিন পর সে স্বামীকে নিয়ে মায়ের বাড়িতে চলে আসে। কুরুক্ষেত্র এলাকায় তাদের একটি জমি ছিল, যা ওই তরুণী বিক্রি করে দেন। এরপর মায়ের বাড়িটিও বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু বৃদ্ধা মা রাজি না হওয়ায় ঝামেলা শুরু হয়।
আজাদনগর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সাধুরাম জানিয়েছেন, যুবকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি এবং প্রবীণ নাগরিকদের সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। সূত্র: এনডিটিভি (ভারত)
Posted ১৪:৪৭ | রবিবার, ০২ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain