
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে লিওনেল মেসি খেলবেন না সেটি আগেই জানিয়েছিলেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। একইসঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের কোনো চোট নেই বলেও তিনি নিশ্চিত করেছেন। মেজর লিগ সকারে রবিবার রাতে হিউস্টন ডায়নামে এফসির মাঠে খেলবে ইন্টার মায়ামি।
এদিকে, মেসির না খেলার বিষয়টি জানাজানি হলে, দর্শকখরার শঙ্কা করছে মায়ামির আসন্ন ম্যাচের প্রতিপক্ষ হিউস্টন ডায়নামো। সে কারণে তারা সমর্থকদের জন্য লোভনীয় প্রস্তাব প্রস্তুত করেছে। ক্লাবের পক্ষ থেকে শনিবার রাতে বিশেষ উপহারের ঘোষণা দেওয়া হয় হতাশ দর্শকদের জন্য।
দর্শকদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে হিউস্টন ডায়নামো বলেছে, ‘শেল এনার্জি স্টেডিয়ামে রবিবার (বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার) ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে হিউস্টন ডায়নামো কর্তৃপক্ষ বেশ রোমাঞ্চিত। তবে সম্প্রতি তাদের খেলোয়াড়দের প্রকাশিত তালিকায় ফরোয়ার্ড মেসি নেই। তিনি যে হিউস্টন সফরেও দলের সঙ্গে আসবেন না তা আগেই জানা গিয়েছিল। দুর্ভাগ্যবশত প্রতিপক্ষ দলে কারা খেলবেন, সেই বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ নেই।
এরপরই ক্লাবটির সমর্থকদের জন্য দেওয়া হয় একটি লোভনীয় প্রস্তাব। যুক্তরাষ্ট্রের টেক্সাসের মতো ভেন্যুতে উচ্চমূল্যের টিকিটও বিনামূল্যে দেওয়ার কথা জানিয়ে হিউস্টন বলছে, ‘আগামীকালের ম্যাচে আমরা চাই অবিশ্বাস্য আবহ দেখতে এবং আপনারা মেতে উঠুন হিউস্টনের সকার উৎসবে। যার বদৌলতে আমরা আগামীকালের খেলায় উপস্থিত দর্শকদের জন্য ডায়নামোর আসন্ন আরেকটি ম্যাচের টিকিট উপহার দেব। এ নিয়ে বিস্তারিত জানানো হবে পরবর্তী সপ্তাহে।
মেসির কোনো চোটের খবর জানা যায়নি। মায়ামিতে শুক্রবার অনুশীলনের আগে কোচ হাভিয়ের মাসচেরানো বলছিলেন, “লিও ভালো আছে। সে স্বাভাবিক আছে এবং অন্য সবার মতোই আজকে অনুশীলন করবে।
মৌসুমের শুরুতে ১০ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন মেসি। ধারণা করা হচ্ছে, তাকে চনমনে রাখতেই বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে তিনি খেলবেন
Posted ০৬:৫৩ | রবিবার, ০২ মার্চ ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain