
ওবায়দুল কবীর খোকন | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
বার্মিংহাম, যুক্তরাজ্য : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে যুক্তরাজ্যে বিভিন্ন শহরে যুক্তরাজ্য বিএনপি‘র কর্মসুচীর অংশ হিসেবে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় অধ্য রোজ সোমবার বেলা ১২ টা থেকে বার্মিংহামের বাংঙ্গালী অধ্যষিত এলাকা স্মলহিথের কভেন্ট্রি রোডের বিভিন্ন মসজিদের সামনে, দোখানে ও রাস্তায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরন করা হয়েছে ।
বার্মিংহামে বসবাসরত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগেী সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরন করেন যুক্তরাজ্য বিএনপি‘র যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা ও যুক্তরাজ্য বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক মোশাহিদ তালুকদার ।
লিফলেট পরবর্তী এক বক্তব্যে বিএনপি নেতারা বলেন, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা ঘোষণা করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে এক বছর ৩ মাস আগে। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে।
তারা বলেন, এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এবং প্রবাসের সকল সাধারন জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে লিফলেট বিতরণ করছে যুক্তরাজ্য বিএনপি। এই লিফলেট বিতরণ এর ফলে মানুষ বুঝতে পারবে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
তারা আরো বলেন, যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্বের দরবারে মডেল হিসেবে রুপান্তরিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন বার্মিংহাম-ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি সাবেক সভাপতি সৈয়দ জমশেদ আলী ,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক সহ সভাপতি ফয়েজ উদ্দিন এমবিই, সাবেক সহ সভাপতি জালাল উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির, বার্মিংহাম-ওয়েষ্ট মিডল্য্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান রফু, সদস্য সচিব মজনু মিয়া, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট ওবায়দুল কবির খোকন, এডভোকেট নজরুল ইসলাম, অলিউর রহমান, সারওয়ার আহমদ, এমরান আহমদ,ইসলাম উদ্দিন খান, কবির আহমদ, শামীম খান, শামীম আহমদ, ফখরুল ইসলাম রিপন,মোহাম্মাদ আলী,আব্দুল মোহিত, তাজ উদ্দিন, শাহ গুলজার আহমদ, দেওয়ান উকিল ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ ।
Posted ১৬:০৫ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | admin