
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : স্মার্টফোনে প্রায়ই একটি সমস্যা দেখা যায়। স্পিকারের শব্দ কমে যায়। মূলত ফোন পুরনো হয়ে গেলে ব্যবহারকারীকে এই ঝামেলায় পড়তে হয়। তা ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে স্পিকারের শব্দ খুব ধীর হতে থাকে। ফলে ফোনে কথা শুনতে কষ্ট হয়। অনেকেই মনে করেন সার্ভিস সেন্টারে নিয়ে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে। যা অনেক ক্ষেত্রে ফলপ্রসূ হয় না।
তাই ফোন থেকে যদি একেবারেই শব্দ না হয়, তাহলে প্রথমে এটি কোনো ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্ট করা আছে কি না দেখে নিতে হবে। যদি তা না হয় এবং স্পিকার থেকে ধীরগতির শব্দ শোনা যায়, তাহলে স্পিকারে ময়লা জমে থাকতে পারে।
অতএব, স্পিকারে জমে থাকা ধুলো পরিষ্কার করতে হবে। ব্যবহারকারী এখানে Sound & Notifications বা Sound & Vibrations-এর অপশন পাবেন। এখান থেকে ভলিউম বাড়াতে হবে। ভলিউম অ্যাপ ডাউনলোড করতে হবে।
Posted ০৭:২১ | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain