
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : সুইডেনের একটি স্কুলে বন্দুক হামলায় পাঁচ জন গুলিবিদ্ধ হয়েছে। দেশটির রাজধানী স্টকহোম থেকে ২০০ কিলোমিটার দূরের ওরেব্রো এলাকায় মঙ্গলবার এই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, এখনও বিপদ কাটেনি। স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। আহতদের সংখ্যা স্পষ্ট নয়। তবে পুলিশ বলছে যে কোনও অফিসার গুলিবিদ্ধ হননি।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “এটিকে বর্তমানে হত্যার চেষ্টা, অগ্নিসংযোগ এবং গুরুতর অস্ত্রের অপরাধ হিসেবে দেখা হচ্ছে।
একটি কমভুক্স বা প্রাপ্তবয়স্ক শিক্ষা কেন্দ্রকে লক্ষ্য করে এই গুলি চালানো হয়। এই কেন্দ্রগুলিতে মূলত এমন লোকেরা উপস্থিত থাকে যারা প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয় শেষ করেনি।
পুলিশ জানিয়েছে যে “নিরাপত্তার কারণে” কাছাকাছি স্কুলের শিক্ষার্থীদের ঘরের ভিতরে রাখা হচ্ছে। বিচারমন্ত্রী গুনার স্ট্রোমার পাবলিক ব্রডকাস্টার এসভিটিকে বলেছেন, “ওরেব্রোতে হামলার খবর খুবই গুরুতর।” সূত্র: বিবিসি
Posted ১৪:১৬ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain