নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বার্মিংহাম, ২২ নভেম্বর ২৩ : বার্মিংহাম কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ত্ব ও চ্যানেল এস এর প্রবীন সাংবাদিক এবং শাহ পরান জামে মসজিদের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ আহমেদ আজ সকাল আনুমানিক ৭.৩০ মিনিটে যুক্তাজ্যের বার্মিংহামের স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর।
আলহাজ্ব আশরাফ আহমেদ ছিলেন বার্মিংহাম কমিটির একজন নিবেদিত প্রাণ। জড়িয়ে ছিলেন প্রায় প্রতিটি কমিউনিটি সংঘঠনের সাথেই। কমিউনিটির উন্নয়নে বহুকাল ধরেই তিনি কাজ করে গেছেন। উনার এই অকাল মৃত্যুতে বার্মিংহামের প্রতিটি কমিউনিটিতে নেমেছে শোকের ছায়া। বার্মিংহাম কমিউনিটি হারিয়েছে একজন পরোপকারী কমিউনিটি সংঘঠককে।
মরহুম আলহাজ্ব আশরাফ আহমেদ যুক্তরাজ্যের বার্মিংহামের স্মলহিথের স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি গ্রামে ।
উল্লেখ্য, গত কয়েক মাস যাবত তিনি পারকিনসন রোগে ভুগছিলেন।
Posted ০৯:৪৯ | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin