
| মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
মোরেলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের দু’ বারের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) মো. আজিজুর রহমান(৮৮) সোমবার রাত ১০ টায় স্থানীয় আরএম আধুনিক হাসপালে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি – রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে গেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ১ম দফা জানাজা এবং বিকেল ৩ টায় তার গ্রামের বাড়ি নিশানবাড়িয়ার কুদঘাটায় ২য় দফা জানাজা প্রদান ও সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মান প্রদর্শন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Posted ১১:০০ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum