
| বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | প্রিন্ট
বিএম. শাওন, মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের ৫ কৃতি সন্তানের গর্বিত বাবা শ্রেনীখালী নিবাসী আলহাজ¦ মো. সামসুর রহমান খান(৮২) ইন্তেকাল করেছেন(ইন্নালিরøাহি—-রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেন। তার ইন্তেকালে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মুত্যুকালে তিনি ১ স্ত্রী ও ৫ ছেলে সন্তান রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর মরহুমের বেয়াই বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান আলী খানের প্রতিষ্ঠিত শ্রেনীখালী হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, গর্বিত বাবা মরহুম সামসুর রহমান খানের ৫ কৃতি ছেলে সন্তানের সকলেই উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন। তার প্রথম ছেলে আবু তাইয়েব লাচ্চু সহকারী কুস্ট নিঃ বটিয়াঘাটা হাসপাতাল, দ্বিতীয় ছেলে এবং ওই ইউপির চেয়ারম্যান ওসি(অব.) মো. শাহজাহান আলী খানের জামাতা তারেক আহমেদ মনির ২৪ তম বিসিএস পুলিশে যোগদান করে বর্তমানে চট্ট্রগ্রাম ট্রাফিক পুলিশের ডিসি(এসপি), তৃতীয় ছেলে মো. মিরাজুল ইসলাম সহকারী পরিচালক আনসার ব্যাটালিয়ন খুলনা, চতুর্থ ছেলে ড. হাসান ইমাম অধ্যাপক জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ে এবং ছোট ছেলে মো. মুরাদ খান বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক পদে কর্মরত।
Posted ১৮:৪৯ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
Swadhindesh -স্বাধীনদেশ | Rafiq Masum