রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৭দিনে নওগাঁর হাসপাতালে নিউমেনিয়ায় ভর্তি শতাধিক শিশুঃ ঘন কুয়াশা তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

৭দিনে নওগাঁর হাসপাতালে নিউমেনিয়ায় ভর্তি শতাধিক শিশুঃ ঘন কুয়াশা তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

নওগাঁ : উত্তরের হিমেল হাওয়ায় মৃদু শৈত্য প্রবাহের ধারা অব্যহত থাকার ফলে নওগাঁয় গত কয়েকদিন ধরে আবারো বেড়েছে ঘন কুয়াশা আর তীব্র শীতের ভয়াবহ অবস্থা। এতে জনজীবন একেবারেই বিপর্যস্ত ও কাহিল হয়ে পড়েছে। আজ মঙ্গলবার নওগাঁ জেলা সদরে সকাল থেকে সারাদিন সূর্যের দেখা মেলেনি। তবে নওগাঁর পোরশা,মহাদেবপুর,নিয়ামতপুর, মান্দা সহ বেশিরভাগ উপজেলায় সূর্যের আলো শেষবেলায় এসে সামান্য উঁকি মেরেছে। এতে অনেকেরই মাঝে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে দেখা গেল। জেলা জুড়ে  কয়েক দিন ধরেই চলছে শীতের তীব্র প্রকোপ। এ কারণে শৈত প্রবাহ অনেক বেড়েছে। যার জন্য শীতজনিত অসুখও দিনদিন  বেড়ে গেছে। ঠান্ডাজনিত অসুখে গত ৭দিনে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় শতাধিক শিশু ও বৃদ্ধ।

জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তাই কাজে বের হতে পারায় নদী ও বিল এলাকার নৌকার মাঝি সহ শ্রমিকেরা বড়ই কঠিন সময় পার করছেন। এছাড়া ভ্যান,অটোচালকসহ বিভিন্ন যানবাহনের চালকেরা কাজে বের হলেও মানুষের তেমন ভিড় নেই বললেই চলে।  এতে করে গরিব অসহায় মানুষের জীবনে চরম আর্থিক দুরাবস্থা দেখা দিয়েছে। তবে এর পরও সকাল বিকেল ও সন্ধ্যায় চা- ষ্টলে চা পাগল লোকের চা পান ও ডিমের দোকানগুলোতে প্রচন্ড ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সরকারিভাবে কিছু কম্বল ও চাদর বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। এখনো বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে কম্বল ও চাদর বিতরণের কাজ তেমন চোখে পড়েনি।

মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশার কারণে নওগাঁর রাস্তাঘাটে জনসাধারণের চলাচল তেমন নেই বললেই চলে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ যেন বাসা থেকে বের হতেই চাচ্ছেন না। অতিরিক্ত সতর্কতার কারণে ও সড়ক দূর্ঘটনা এড়াতে গণপরিবহনসহ অন্যান্য যানবাহনে দিনের বেলাতেও গাড়ির প্রধান আলো (হেড লাইট) জ্বালিয়ে রেখে চলাচল করতে দেখা গেছে। প্রকৃতির নিয়মানুযায়ী প্রতিবছরের মতো এবারো হঠাৎ করে এ কুয়াশা ও তীব্র শীতের কারণে ঠান্ডা জনিত বিভিন্ন অসুখ যেমন সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট,নিউমোনিয়া,কোল্ড ডাইরিয়া এলার্জিসহ শীত জনিত বিভিন্ন রোগ বেড়ে গেছে।
এবিষয়ে নওগাঁ সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ আবুহেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার সাংবাদিকদের বলেন, গত এক সপ্তাহে নওগাঁ সদর হাসপাতালে নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৮৩ জন ও জেলার অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন শিশু। এছাড়াও কোল্ড ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫শ ৯৭ জন রোগী।
বদলগাছী (নওগাঁ) আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার (৩ রা জানুয়ারি) সকাল ৬ টায় বদলগাছীতে (নওগাঁয়) সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে ১০.৮ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা শতভাগ। বিকেল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা করের্কড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৭৭ শতাংশ। গতকাল সোমবার বদলগাছীতে (নওগাঁ) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।
Facebook Comments Box
advertisement

Posted ১৭:২৬ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com