সোমবার ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি যেতে পারেননি নিজাম হাজারী

  |   শুক্রবার, ১৩ জুন ২০১৪ | প্রিন্ট

Nizam

ঢাকা: ফেনী-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নিজাম হাজারীকে সৌদি আরবে যেতে দেয়া হয়নি। সৌদি আরবে যাবার জন্য বৃহস্পতিবার রাতে বিমানে উঠলে কর্তৃপক্ষ তাকে বিমান থেকে নামিয়ে আনে। এসময় নিজাম হাজারীর সঙ্গে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আলাউদ্দীন নাসিমকেও যেতে দেয়া হয়নি।

গোয়েন্দা সংস্থার একটি সূত্র বিষয়টি  বিষয়টি নিশ্চিত করেছে। গোয়েন্দা সংস্থার অপর একটি সূত্রে জানা যায়, সৌদি আরবে ওমরা হজ পালনের উদ্দেশে নিজাম হাজারী ও আলাউদ্দীন নাসিম বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করে।এসময় তাদের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র যাচাইয়ের জন্য বসিয়ে রাখা হয়। ইতোমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য সেখানে হাজির হন।

তারা এ বিষয়ে তাদের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে কথা চালাচালি শেষে কোন গ্রীন সিগনাল না পাওয়ার বিষয়টি নিজাম হাজারী ও নাসিমকে জানানো হয়। এরপর রাত ৯টার কিছু সময় পর হাজারী ও নাসিম বিমানবন্দর ছেড়ে যান। এসময় তাদের বিষন্ন দেখাচ্ছিল বলে সূত্রটি জানায়।

ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামূল হককে গুলি করে পরে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ রয়েছে নিজাম হাজারীর বিরুদ্ধে। গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সংসদীয় ৩০০ আসনের মধ্যে ১৫৩ আসনে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন নিজাম হাজারী।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৫০ | শুক্রবার, ১৩ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com