শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সুয়ারেজের জোড়া গোলে শীর্ষে লিভারপুল

  |   রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

football
ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হওয়ার যৌক্তিকতার প্রমাণ রাখলেন লুইস সুয়ারেজ। শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে তার জোড়া গোলে কার্ডিফকে ৩-১ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে অলরেডরা।
শুধু লিভারপুল নয় এদিন নিজেদের খেলায় জয়ী হয় ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির মতো বড় দলও। বিশেষ করে ম্যানসিটি ৪-২ গোলে ফুলহ্যামকে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেও উঠে আসে।
তুঙ্গস্পর্শী ফর্ম বজায় রাখা সুয়ারেজ কার্ডিফের বিরুদ্ধে শুরু থেকেই ভয়ঙ্করমূর্তি ধারণ করেন। খেলার ২৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে জর্ডান হেন্ডারসনের ক্রসে জোরাল শটে লক্ষ্যভেদ করেন এই উরুগুইয়ান তারকা। এই গোলের আগে ও পরে আরো কিছু সুযোগ অপচয় করে অলরেডরা। তবে ৪২ মিনিটে সুয়ারেজের বাড়ানো বলে ব্যবধান দ্বিগুণ করেন রাহিম স্টারলিং। ৩ মিনিট পরেই বক্সের মধ্য থেকে নিচু শটে চলতি প্রিমিয়ার লিগে নিজের ১৯তম গোল করেন ২৬ বছর বয়সী সুয়ারেজ।
প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে থাকা লিভারপুল দ্বিতীয়ার্ধে আর কোন গোলের দেখা পায়নি। তবে ৫৮ মিনিটে কার্ডিফের হয়ে সান্ত্বনাসূচক গোল করেন জর্ডন মুচ। এই জয়ে প্রিমিয়ার লিগে খেলা ১৭ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো  কোচ ব্রেন্ডন রজার্সের দলটি। অবশ্য আর্সেনাল এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে সমান গোল পার্থক্যে ম্যানসিটির পেছনে অবস্থান করছে।
দিনের আরেক ম্যাচে ফুলহ্যামের মাঠ থেকে ৪-২ গোলের জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসে ম্যানচেস্টার সিটি। দলের পক্ষে ইয়া ইয়া তোরে, ভিনসেন্ট কোম্পানি গোল করে প্রথমার্ধেই দলকে ২-০ গোলে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে কেইরন রিচার্ডসন ৫০ মিনিটে গোল করে ব্যবধান কমান। এরপরই কোম্পানি আত্মঘাতী গোল করে রেলিগেশনের শঙ্কায় থাকা ফুলহ্যামকে সমতা এনে দেন। কিন্তু ৭৮ মিনিটে জেসাস নাভাস ও ৮৩ মিনিটে জেমস মিলনার গোল করে দলকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন।
আরেক খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে হারায় ওয়েস্টহ্যামকে। এটা ছিল রেড ডেভিলদের টানা চতুর্থ জয়। ২৬ মিনিটে ড্যানি ওয়েলবেক এবং ৩৬ মিনিটে আদনান যানুজ্যাজ গোল করে দলকে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে নেন। ৭২ মিনিটে অ্যাশলে ইয়ং দলের পক্ষে তৃতীয় গোল করেন। ৮১ মিনিটে অবশ্য কার্লটন কোল হ্যামারদের পক্ষে একটি গোল পরিশোধ করেন। এই জয়ে ম্যানইউ পয়েন্ট তালিকার সপ্তম স্থানে উঠে এসেছে।
দিনের অন্যান্য খেলায় নিউক্যাসল ৩-০ গোলে ক্রিস্টাল প্যালেসকে, স্টোক সিটি ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে হারায়। ওয়েস্ট ব্রম ও হাল সিটির মধ্যকার খেলাটি ১-১ গোলে এবং সান্ডারল্যান্ড ও নরউইচ সিটির খেলাটি গোলশূণ্যভাবে শেষ হয়।
Facebook Comments Box
advertisement

Posted ০৯:৩৬ | রবিবার, ২২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com