শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ ভাইয়েরা দিন-রাত এক করে পরিশ্রম করছে: মাশরাফি

  |   সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | প্রিন্ট

পুলিশ ভাইয়েরা দিন-রাত এক করে পরিশ্রম করছে: মাশরাফি

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। চীনের সীমানা ছাড়িয়ে ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সারা বিশ্ব লকডাউনে। বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউন। আর এমন পরিস্থিতিতে সর্বক্ষণিক বাইরে থাকতে হচ্ছে জরুরি সেবায় নিয়োজিত মানুষদের। যাদের মধ্যে পুলিশ অন্যতম।

তাদের এই আত্মত্যাগ হৃদয় ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
সেই সঙ্গে সবার প্রতি অনুরোধ করেন, ডাক্তার-পুলিশদের পরিশ্রমের কথা ভেবে হলেও সবাই যেনে ঘরে থাকেন।

রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে পুলিশদের নিয়ে একটি স্ট্যাটাস দেন মাশরাফি। একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে দেখা যাচ্ছে পরিশ্রমে ক্লান্ত একজন পুলিশ একটি চেয়ারে ঝিমুচ্ছেন।

সেই ছবির ক্যাপশনে মাশরাফি লিখেছেন, ‘করোনাভাইরাস দেশে আঘাত আনার সাথে সাথে তাদের কাজ যেন বেড়ে গেছে অনেক বেশি। দিন রাত এক করে কাজ করে যাচ্ছে। কোন প্রকার অভিযোগ ছাড়া। হ্যাঁ কথা বলছি আমাদের পুলিশ ভাইদের। তারা সত্যই অনেক অক্লান্ত পরিশ্রম করছে, শুধু মাত্র আমাদেরকে করোনা নামক মহামারি থেকে সুরক্ষা রাখতে।’

মাশরাফি লিখেন, ‘সারাটা দিন আমাদের পেছনে ছুটতে ছুটতে যখন শরীরটা আর সায় দেয় না তখন মশার কামড়, গরম সবকিছুর কাছে হয়তো হার মেনে যায়। কোনরকম একটা বসার কিছু পেলে শরীরটা ১৫-৩০ মিনিটের জন্য ছেড়ে দেয়, কারণ তারপর যে আবার যেতে হবে টহলে। সবাইকে সতর্ক করতে গিয়ে তারা ভুলেই যায় যে তাদেরও একটা বাসা আছে, পরিবার আছে।’

এরপর সবার প্রতি মাশরাফির অনুরোধ, ‘আমরা কি পারি না এই পুলিশ, ডাক্তারদের দিকে তাকিয়ে হলেও নিজেদের একটু নিয়ন্ত্রিত করতে। আমরা যদি শুধু আমাদের কথা চিন্তা করে বাসায় থাকতাম তাহলে হয়তো এই মানুষগুলোর এতটা কষ্ট হতো না।’

মাশরাফি লিখেন, ‘মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এই মানুষ গুলো ভালো থাকে। সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন।’

বিডি প্রতিদিন

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৪ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com