বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটের কখন কোথায় ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

সিলেটের কখন কোথায় ঈদের জামাত

সিলেট নগরীতে প্রতিবারের মতো ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

ঈদের এ জামাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

এছাড়াও হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

তাছাড়াও হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়, হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় এবং সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিলেট জেলা প্রশাসনের ঈদ প্রস্তুতি সভায় ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

এ বছর সিলেটে দুই হাজার ৯৯৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে সিলেট নগরীতে ৪৩০টি এবং বিভিন্ন উপজেলায় দুই হাজার ৫৬৯টি। সিলেট মেট্রোপলিটন ও জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, এ বছর সিলেট নগরীতে মোট ৪৩০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৩৪৭টি মসজিদে ও ৮৩টি ঈদগাহে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে সিলেট জেলা পুলিশ জানায়, এ বছর সিলেটে মোট দুই হাজার ৫৬৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে মসজিদে হবে দুই হাজার ৯৯টি ও ঈদগাহে হবে ৪৭০টি ঈদ জামাত।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, সিলেটের প্রত্যেকটি ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে সিলেটে শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ঈদগাহের সবকটি প্রবেশমুখে বিশেষ তল্লাশি চৌকি বসানো হবে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশের নজরদাড়ি থাকবে। এছাড়া হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে ও হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদে ঈদের জামাত ঘিরেও পুলিশের কঠোর নিরাপত্তা বলয় থাকবে।

এর আগে রোববার (৭ এপ্রিল) ঈদুল ফিতরের প্রধান জামাতের মাঠ ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। রোববার বেলা আড়াইটায় তিনি ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ প্রাঙ্গণের প্রস্তুতি কাজ পরিদর্শন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:০৭ | সোমবার, ০৮ এপ্রিল ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com