সোমবার ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার তাল হারিয়ে ফেলেছে : রিজভী

  |   শুক্রবার, ১৩ জুন ২০১৪ | প্রিন্ট

সরকার তাল হারিয়ে ফেলেছে : রিজভী

rizvi-press

সরকার মারণাস্ত্র ও সন্ত্রাস চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় সরকার তাল হারিয়ে ফেলছে। আর এই কারণে ক্রোধে অস্থির ও উন্মত্ত সরকার কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে প্রতিদিন হাত রক্তে ডুবিয়ে রাখছে। বিএনপির বিরুদ্ধে আক্রমণ করছে।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।  রিজভী বলেন, আওয়ামী নেতারা সারাদেশে মরণঘাতি বর্বরতম পরিকল্পনায় এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করে এটাকে শান্তি বলে আত্মশ্লাঘা বোধ করছেন। জনগণের কোনো আর্তনাদ, হাহাকারে তারা বিচলিত হয় না। হত্যা, গুম, খুন, অপহরণের মাধ্যমে ক্ষমতায় থাকার আকাঙ্খার পারদ তাদের দিন দিন বেড়েই চলেছে। তাই তারা বিরোধী দলের নেতা-কর্মীদের রক্তে দেশকে কসাইখানা বানিয়ে ক্ষমতার আনন্দে দিশেহারা হয়ে গেছে।

রিজভী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদল নেতা মোহাম্মদ শাকিলকে জিআরপি পুলিশ গ্রেফতারের পর যুবলীগ-ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হাতে তুলে দেয়া হলে সন্ত্রাসীরা শাকিলকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় যুবদলের আরেক নেতা কবিরকে গুরুতর আহত করা হয়। পাশাপাশি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামীম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১১:১৩ | শুক্রবার, ১৩ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com