রবিবার ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

সমবায় দিবস আজ

  |   রবিবার, ২৫ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

সমবায় দিবস আজ

স্বাধীনতা-পরবর্তী এদেশে সমবায় আন্দোলনকে জোরদার করতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সমবায় আইন প্রণয়ন, সংশোধন ও বিধিমালা জারি, প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠাসহ বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে জনগণের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ভিত্তিক কাজ করে যাচ্ছে সরকার। এমনই অবস্থায় দেশে আজ রোববার পালিত হচ্ছে ৪৭তম জাতীয় সমবায় দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতি আনতে স্বাধীনতার পর থেকে প্রতিবছর সরকারিভাবে পালন করা হয় জাতীয় সমবায় দিবস।

এ উপলক্ষে সকাল ১০টায় জাতীয় সমবায় দিবস এবং জাতীয় সমবায় পুরস্কার ২০১৬ ও ২০১৭ বিতরণ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন। সমবায় পণ্যমেলাও পরিদর্শন করবেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাঁ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার।

কর্মসূচি : জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উদ্যোগে আজ সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউ থেকে সমবায় র‌্যালি বের হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গিয়ে শেষ হবে। সকাল ৯টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ শীর্ষক আলোচনাসভা। একই স্থানে সকাল সাড়ে ১০টায় জাতীয় সমবায় পুরস্কার-২০১৬ ও ২০১৭ বিতরণ অনুষ্ঠিত হবে। সম্পাদনা : মতিনুজ্জামান মিটু ও প্রিয়াংকা আচার্য্য

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৩১ | রবিবার, ২৫ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com