সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদে খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য কূরুচিপূর্ণ – নজরুল

  |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

61400_89

 

৮ এপ্রিল : জাতীয় সংসদে বেগম খালেদা জিয়ার ব্যাংক এ্যাকাউন্ট ও ব্যক্তিগত বিষয়ে যে সমালোচনা হয়েছে তার নিন্দা জানিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংসদে খালেদা জিয়াকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা কূরুচিপূর্ণ। অন্যায় ও অনৈতিকভাবে বেগম জিয়ার ব্যাংক একাউন্ট জব্দ করা হয়েছে। অবিলম্বে তা খুলে দিতে হবে।

আজ মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংসদীয় রীতি ও শিষ্টাচার অগ্রাহ্য করে ব্যক্তিগতভাবে জবাব দেওয়ার সুযোগ নেই, এমন অনুপস্থিত ব্যক্তি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবনযাত্রা নিয়ে সংসদের সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও সরকারি দলের নেতারা যেসব মিথ্যা, অপ্রাসঙ্গিক, কুরুচিপর্ণ ও নোংরা মন্তব্য করেছেন তার নিন্দা জানানোর কোনো শোভন ভাষা আমাদের জানা নেই।

নজরুল ইসলাম খান আরো বলেন, বেগম খালেদা জিয়ার নামে যে আটটি ব্যাংক একাউন্টের কথা বলা হয়েছে তার ছয়টিতে তেমন কোনো অর্থ জমা নেই এবং বহু বছর ধরে কোনো লেনদেনও হয়না। মাত্র দু’টি ব্যাংক এ্যাকাউন্টে লেনদেন হয় এবং সেখানে বাড়ি ভাড়াসহ অন্যান্য খাতে অর্জিত টাকা নিয়ামানুযায়ী জমা হয়। এক্ষেত্রে সবকিছু স্বচ্ছ ও আইনানুগভাবে পরিচালিত হওয়া সত্বেও সরকারের মন্ত্রী ও নেতারা অহেতুক ও উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে নিজেরাই নিন্দার পাত্র হয়েছেন। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ

তিনি বলেন, বর্তমান সরকারি দলের আন্দোলনের ফসল ২০০৭ সালের অবৈধ ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা অভিযোগে বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের পর তার সবগুলো ব্যাংক একাউন্ট জব্দ করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে তার ব্যাংক একাউন্টও জব্দ করা হয়েছিল। কিন্তু ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনের আগেই শেখ হাসিনার ব্যাংক একাউন্ট সেই সরকার খুলে দিলেও এন বি আর -এ কোনো মামলা না থাকা সত্বেও বেগম জিয়ার জব্দ করা কোনো ব্যাংক একাউন্ট অদ্যাবধি খুলে দেওয়া হয়নি।

বিএনপি নেতা বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ক্ষমতাসীন সরকার দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তাই সব কিছুতেই তারা ষড়যন্ত্র খুঁজে পান।

উল্লেখ্য, সোমবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় বেগম জিয়ার ব্যক্তিগত বিষয় নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কয়েকজন সংসদ সদস্য সমালোচনা করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫২ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com