শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শুরু হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১০ মার্চ ২০২৩ | প্রিন্ট

শুরু হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার শুরু হয়েছে। সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১১টায়। এতে অংশ নিতে আবেদন করেছেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থী। পরীক্ষার্থীরা আজ সকাল ৮টা থেকে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। সকাল সাড়ে ৯টায় প্রধান ফটক বন্ধ হয়ে যায়।

বিগত বছরগুলোর তুলনায় এ বছর এমবিবিএসে ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন বেশি। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে চার হাজার ৩৫০টি। সে হিসেবে প্রতিটি আসনে ভর্তির জন্য লড়বেন ৩২ জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ১৯টি কেন্দ্রে ৫৭টি ভেন্যুর ১ হাজার ৯৭৭টি হলে এ পরীক্ষা হবে। আর ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ছয় হাজার ৭৭২টি। সব মিলিয়ে এবার ১১ হাজার ১২২ জন পরীক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। সে হিসাবে সরকারি ও বেসরকারি প্রতিটি আসনের জন্য ১২ দশমিক ৫ পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পরীক্ষা নির্বিঘ্নে, সুষ্ঠু ও স্বচ্ছ করতে দেশের খ্যাতিমান শিক্ষক ও চিকিৎসকদের সমন্বয়ে ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি, সাংবাদিক ও বিশিষ্টজনের সমন্বয়ে ওভারসাইট কমিটি এবং অভিজ্ঞ মেডিকেল শিক্ষকদের সমন্বয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। নম্বর সমতাকরণের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩৮৪ প্রার্থীকে মেধা তালিকার ভেত্তিতে নেওয়া হবে। এছাড়া জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ৩৩ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন।

বেসরকারি ৭১টি মেডিকেল কলেজের ৬ হাজার ৭৭২টি আসনের জন্য উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্য থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবেন। ২০২২ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছিল ১ এপ্রিল। পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী।

Facebook Comments Box
advertisement

Posted ০৬:১৫ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com