শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশী ৮৮৪১

  |   সোমবার, ০৯ জুন ২০১৪ | প্রিন্ট

armi in un

৯ জুনঃ  জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বর্তমানে বাংলাদেশের মোট আটহাজার ৮৪১ জন বাংলাদেশি কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমের এক প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।

মন্ত্রীর দেয়া তথ্য থেকে জানা যায়, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন সেনাবাহিনীর সদস্য। জাতিসংঘের সদর দফতরসহ আরো দশটি দেশে সেনাবাহিনীর মোট ছয় হাজার ৮৬ জন সদস্য কর্মরত আছেন। এ ছাড়া নৌবাহিনীর ৪৯৫ জন, বিমানবাহিনীর ৫০২ জন এবং পুলিশ বাহিনীর এক হাজার ৭৫৮ জন  বিভিন্ন দেশে শান্তিরক্ষায় কাজ করছেন।

সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, “বিশ্বব্যাপী অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে প্রচলিত ধ্যান-ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। জাতীয় নিরাপত্তার প্রশ্নে আন্তর্জাতিক সন্ত্রাস ও আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ক্রমবর্ধমান বিস্তৃতিসহ নানামুখী নিরাপত্তা হুমকি ক্রমশ গতানুগতিক অভ্যরীণ নিরাপত্তাব্যবস্থার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাই বিশ্বের বিভিন্ন দেশে সশস্ত্র বাহিনীকে অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা সুসংগঠিত ও শক্তিশালী করার কাজে ব্যবহার করা হচ্ছে।”

মন্ত্রী বলেন, “অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে বিশ্বব্যাপী স্বীকৃত ও অনুশীলিত কৌশল বাংলাদেশেও অনুসৃত হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, জাতীয় পর্যাোয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ (পদ্মা সেতু), স্বাস্থ্য ও শিক্ষা খাতে গতিশীলতা আনাসহ নানামুখী গঠনমূলক  কর্মপরিকল্পনায় দীর্ঘদিন ধরে সশস্ত্র বাহিনীকে সম্পৃক্ত করা হচ্ছে।”

মন্ত্রী বলেন, “বিছিন্ন কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো বাহিনী বা সংস্থার নেতিবাচক মূল্যায়ন সুবিবেচনাপ্রসূত হতে পারে না।”

Facebook Comments Box
advertisement

Posted ১৩:০৭ | সোমবার, ০৯ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com