মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ মিনারের নিরাপত্তায় ৮ হাজার পুলিশ

  |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

শহীদ মিনারের নিরাপত্তায় ৮ হাজার পুলিশ

২১ শে ফেব্রুয়ারিতে শহীদ মিনার নিরাপত্তায় ডিএমপির ৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে। জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

রোববার সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, অতীতের কিছু ভুলত্রুটি মাথায় রেখে শহীদ মিনার ও তার আশেপাশের এলাকার নিরাপত্তার জন্য এবার ৮ হাজার পুলিশ মোতায়েন থাকবে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে পুলিশ নিরাপত্তাকাজে নিয়োজিত থাকবে।

নিরাপত্তার কথা মাথায় রেখে শহীদ মিনারসহ আশেপাশের এলাকায় নিয়োজিত নিরাপত্তাকর্মীরা চারস্তরে বিভক্ত হয়ে নিরাপত্তা দেবে। স্তরগুলো হলো-শহীদ মিনারের মূল বেদী কেন্দ্রিক, শহীদ মিনারের আশপাশ কেন্দ্রিক, পলাশী মোড়-শাহবাগ মোড়-নীলক্ষেত মোড় কেন্দ্রিক ও এর বাইরেও আরেকটি নিরাপত্তা স্তর রাখা হয়েছে। এছাড়া শহীদ মিনার কেন্দ্রিক চারটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। যেখান থেকে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করা যাবে।
ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা বেস্টনী আগামী সোমবার থেকেই বসবে। এজন্য সোমবার রাত ৮টা থেকে শহীদ মিনার এলাকা দিয়ে বহিরাগত কোন গাড়ি চলাচল করতে পারবে না। তবে স্টীকারযুক্ত গাড়ি চলাচল করতে দেওয়া হবে।

২১ ফেব্রুয়ারি সকালে যারা শহীদ মিনারে ফুল দিতে আসবে তাদের পলাশী মোড় হয়েই আসতে হবে। অন্য কোন রাস্তা দিয়ে প্রবেশ করা যাবে না। কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সকল দিক থেকেই নিরাপত্তা জোরদার থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, সুনির্দিষ্ট কোন হুমকি নেই। তারপরেও সকল দিক মাথায় রেখে পুলিশ কাজ করছে। গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের চৌকস সদস্যরা মাঠে কাজ করছে।

অভিজিত হত্যা মামলার বিষয়ে জানতে চাইলে কমিশনার বলেন, এবার গ্রন্থমেলা নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে চলছে। এখনো কোন ধরনের বিশৃঙ্খলা বা ঘটনার সৃষ্টি হয়নি। বাকী দিনগুলোতেও এরকমটাই থাকবে বলে আশা করছি। অভিজিত হত্যা মামলার তদন্ত কাঙ্ক্ষিত গতিতেই চলছে। আসামীদের কেউ কেউ পুলিশের সঙ্গে জঙ্গি আস্তানায় গোলাগুলিতে মারা গেছে। কেউ জেলে রয়েছে। আবার কেউ পলাতক আছে যাদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
খালেদা জিয়া শহীদ মিনার আসবেন। তাকে ভিআইপি মর্যাদা দিয়ে নেওয়া হবে কিনা জানতে চাইলে কমিশনার বলেন, সকল নাগরিককে নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ। কাজেই তিনি যদি আসতে চান সেটি পুলিশ দেখবে।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:৫২ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com