শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোজা শুরু করলেন ফরিদপুরের ১২ গ্রামের বাসিন্দা

  |   শনিবার, ০২ এপ্রিল ২০২২ | প্রিন্ট

রোজা শুরু করলেন ফরিদপুরের ১২ গ্রামের বাসিন্দা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারীর ১২টি গ্রামের কয়েক হাজার মুসলমানেরা পবিত্র রমজানের রোজা রাখা শুরু করেছেন। এরইমধ্যে ওইসব এলাকার মুসল্লিরা তারাবির নামাজ পড়েছেন। শনিবার (২ এপ্রিল) ভোরে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন তারা।

 

এলাকাবাসী জানান, বোয়ালমারী উপজেলার ১২টি গ্রামের কয়েক হাজার মানুষ ১৯২৮ সাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে অগ্রীম এই রমজান এবং অগ্রীম দুটি ঈদ পালন করছেন।

উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১২টি গ্রামের কয়েক হাজার মানুষ পবিত্র রোজা পালন শুরু করেছেন।

 

জেলা পরিষদের সদস্য ও শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, এটা তাদের দীর্ঘদিনের রেওয়াজ। কিছু মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন। উপজেলার শেখর ও পার্শবর্তী রুপাপাত ইউনিয়নের ১২টি গ্রামের কয়েক হাজার মানুষ ভোরে সেহরি খেয়ে অগ্রীম রোজা শুরু করেছেন।

 

বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া জাগো নিউজকে বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা অগ্রীম রোজা পালন করে আসছেন। দীর্ঘদিন ধরে উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, শেখর, ছয় হাজার, মাইটকোমড়া, ভুলবাড়িয়া, গঙ্গানন্দপুর, বড়গা, কলিমাঝি, রাখালতলী, বারাংকুলা, দড়ি সহস্রাইলসহ প্রায় ১২টি গ্রামের অধিকংশ মানুষ এই অগ্রীম রোজা ও দুই ঈদ পালন করে থাকেন।সূএ:জাগোনিউজ২৪.কম

Facebook Comments Box
advertisement

Posted ১০:১১ | শনিবার, ০২ এপ্রিল ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com