শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রোগীর পেটে মিলল ১৮৭টি কয়েন!

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | প্রিন্ট

রোগীর পেটে মিলল ১৮৭টি কয়েন!

পাকস্থলীতে মিলল ১৮৭টি কয়েন! পেট কেটে বের করা হল সব কয়েন। অবাক করা এই ঘটনা ঘটেছে ভারতের কর্নাটকে।

 

জিনিউজের খবরে বলা হয়েছে, এন্ডোস্কোপিতে ধরা পড়ে এক ব্যক্তির পাকস্থলীর মধ্যে রয়েছে ১৮৭টি কয়েন। দেখেই চক্ষু থ হয়ে যায় চিকিৎসকদের। তারপরই বের করা হয় পাকস্থলী থেকে সব কয়েন।

জানা গেছে, ওই রোগী মানসিক ভারসাম্যহীন। সেই কারণেই সে গিলে খেয়ে ফেলেছিল একটি-একটি করে ১৮৭টি কয়েন। এন্ডোস্কপিতে পাকস্থলীর মধ্যে সেসব কয়েনগুলোকে দেখতে পান চিকিৎসকরা। তারপর একটি একটি করে কয়েন বের করে আনেন পেট থেকে।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বমি ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন ওই ব্যক্তি। কর্নাটকের বাগালকোটের হানাগাল শ্রী কুমারেশ্বর হাসপাতালের চিকিৎসকরা এরপর ওই ব্যক্তিকে পরীক্ষা করে চমকে যান। এক্স-রে ও এন্ডোস্কপিতে ধরা পড়ে তার পাকস্থলীর ভিতর বহু কয়েন। যে কারণেই তার পেটে ব্যথা হচ্ছিল। আর সেইসঙ্গে তিনি বমিও করছিলেন।

 

এরপরই অস্ত্রোপচার করে পেট থেকে বের করা হয় কয়েনগুলো। এর মধ্যে ৫ রুপির কয়েন রয়েছে ৫৬টি। ২ রুপির কয়েন ৫১টি। আর ১ রুপির ৮০টি কয়েন।

 

চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি গত ২-৩ মাস ধরে সব কয়েন খান। ১৮৭ খানা কয়েনের ওজন প্রায় দেড় কেজি।

 

জানা গেছে, রায়চূড় জেলার লিংসুগুর শহরের বাসিন্দা ওই ব্যক্তি স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত। কয়েনগুলো গিলে ফেলার পর সেগুলো পাকস্থলীর বিভিন্ন জায়গায় আটকে যায়। পাকস্থলী আকারে অনেক বড়ও হয়ে গিয়েছিল। প্রায় ২ ঘণ্টার অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন ওই ব্যক্তি।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪৭ | বুধবার, ৩০ নভেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com