গত ২৭ জুলাই শনিবার পূর্ব লন্ডনের বিগল্যান্ডস্থ কেয়ার হাউজে বিলেতের অন্যতম প্রাচীন সাহিত্য সংগঠন ‘রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকে‘ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি রহমত আলী পাতনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি শিহাবুজ্জামান কামালের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন মুসলিম এইড ইউকে এর সিনিয়র কর্মকর্তা মি. বেলায়েত খোখার এমবিই, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ, অধ্যাপক মাওলানা আবদুল কাদের সালেহ, মাওলানা রফিক আহমদ রফিক, বিশিষ্ট লেখক, গবেষক ও ইংরেজি সাপ্তাহিক ঢাকা পোস্ট সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, গ্লোবাল এইডের ডাইরেক্টর ও টিভি প্রেজেন্টার মাওলানা আবদুর রহমান মাদানী, টাওয়ার হ্যামলেট্স এর সাবেক মেয়র কাউন্সিলর আবদুল আজিজ সর্দার, আবদুল জলিল, বিশিষ্ট কমুনিটি নেতা আলহাজ নূর বক্স, আবদুল মালেক কুটি, সাংবাদিক শাহ আলম প্রমূখ।
মাহফিলে পবিত্র কালামে পাক থেকে তেলাওত করেন ক্কারী হোসেইন আলী। স্বরচিত কবিতা ও ইসলামি নাশিদ পেশ করেন রেনেসাঁর শিল্পী মাওলানা কবি আবুল হাসনাত চৌধুরী, কবি শেখ মোঃ জাবেদ আলী, শিল্পী হারিস আহমদ, কবি দবিরুল ইসলমা চৌধুরী, মোঃ মুহিত, শিল্পী মারফত আলী, গোলাম মুস্তাফা যুবায়ের, আবু সুফিয়ান চৌধুরী প্রমূখ।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আহমদ এ মালিক, বাংলাদেশ জার্নালিস্ট ইউনিয়ন ইউকে সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাবুল, মানবাধিকার কর্মী মনোয়ার বদরুদ্দোজা, এসোসিয়েশন অব ইসলামিক টিচার্স ইউকে সভাপতি হেলাল উদ্দিন, সাহিত্যিক মাওলানা সৈয়দ রেজাউল করিম, তোয়া মুস্তাফা, রেনেসাঁর তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুদ আহমদ কামাল, সংস্কৃতি সম্পাদক ও ছড়াকার শাহ সোহেল আমিন, ম্যাসেজ কালচার গ্রুপের শিল্পী মোক্তার আহমদ মিজান, বিশিষ্ট আইনজীবী শাহ মিছবা, মাওলানা ইমাদ উদ্দিন, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে নেতা ড. মুজিবুর রহমান, আলহাজ কলা মিয়া, লিলু মিয়া, কামাল উদ্দিন প্রমূখ।