সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতিতে আহমদ মিয়ার শুন্যতা পূরণ হবে না : নাছির চৌধুরী

একে কুদরত পাশা   |   শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

রাজনীতিতে আহমদ মিয়ার শুন্যতা পূরণ হবে না : নাছির চৌধুরী

সুনামগঞ্জ  : দিরাই পৌরসভার প্রথম মেয়র পৌর বিএনপির সভাপতি মরহুম হাজী আহমদ মিয়ার স্মরণে দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি জননেতা নাছির উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে নাছির চৌধুরী বলেন, হাজী আহমদ মিয়া দিরাইর মানুষের প্রিয় পাত্র ছিলেন। সেটা দিরাই পৌরসভার প্রথম নির্বাচনে পৌরসভার ভোটাররা প্রমান করেছিলেন। রাজনীতির মাঠে আহমদ মিয়া একজন ক্লিন ইমেজের মানুষ ছিলেন। দলের প্রতি তিনি ছিলেন আন্তরিক। তাঁর সম্পর্ক ছিল সাধারণ মানুষের সাথে, দলীয় নেতাকর্মীর সাথে। বয়সে অনেক সিনিয়র হলেও দলীয় নেতাকর্মীর সাথে তাঁর ব্যবহার ছিল বন্ধুসুলভ। তাই সহজেই কর্মীদের আপন করে নিতে পারতেন। দল েএবং দেশের এমন দুঃসময়ে আহমদ মিয়ার চলে যাওয়া আমাদের জন্য ক্ষতিকর রাজনীতির মাঠে আহমদ মিয়ার শুন্যতা পূরণ হবার নয়।

তিনি বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে বলেন, গণতন্ত্র আজ নির্বাসনে এ গণতন্ত্রকে পূনরুদ্ধার করতে আন্দোলনের বিকল্প নেই। তাই শুধৃ দলীয় নেতাকর্মী নয় সাধারণ মানুষকে সাথে নিয়ে এ অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বারগণ আন্দোলন গড়ে তুলতে হবে। গণ আন্দোলনের মূখেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী আদায় করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, উপদেষ্টা সদস্য শেখ আবু তাহের চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির সহসভাপতি আবদাই মিয়া, শাল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, জার্মান যুবদলের সভাপতি হাজি আনহার মিয়া, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জালাল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর ইসলাম, জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, করিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পংকজ দাস, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মিয়া, তাড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষকদল নেতা সালাহউদ্দীন তালুকদার, দিরাই উপজেলা জাসাসের আহবায়ক সৈদুর রহমান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১১ | শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com