বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের ইতিহাস ভেজাল করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

  |   শনিবার, ১৯ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

মুক্তিযুদ্ধের ইতিহাস ভেজাল করা হচ্ছে: খাদ্যমন্ত্রী

Kamrul

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা : ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খাদ্যে ভেজালের মত আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে ভেজাল সৃষ্টি করা হচ্ছে।

তিনি শনিবার দুপুরে রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘ভেজাল প্রতিরোধে সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন।

জাতীয় নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজক।  এতে অংশ নিয়ে খাদ্যমন্ত্রী সকলেই মুক্তিযুদ্ধের ইতিহাস ও রাজনীতি ভেজালমুক্ত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, গত বছরের ৫ মে হেফাজতের সমাবেশে তিন হাজার লোক মারা গেছে বলে মিথ্যচার করা হয়েছিল। এর সঙ্গে একটি এনজিও জড়িত ছিল। কিন্তু আমরা মিডিয়ার কল্যাণে সব সত্য জানতে পেরেছি।

সকলের জন্য নিরাপদ খাদ্য আইন ২০১৩ প্রয়োগে একটু সময় লাগবে জানিয়ে কামরুল বলেন, এটা প্রয়োগ হলে সবার জন্য নিরাপদ খাদ্য অধিকার বাস্তবায়ন সম্ভব হবে। তবে এটা একটা বিরাট ব্যাপার, তাই প্রয়োগে একটু সময় লাগবে।

তিনি বলেন, শুধু আইন করেই খাদ্য ভেজালমুক্ত করা যাবে না। ভেজালমুক্ত খাদ্যের জন্য আমাদের সচেতন হতে হবে।  কামরুল বলেন, শুধু খাদ্য ভেজালে নয়, সবকিছুতে মিডিয়ার ভূমিকা উল্লেখযোগ্য। তারা ইচ্ছা করলে যে কোন অনিয়মের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে তা বন্ধ করতে পারে।

একেএম খোরশেদ আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন- ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, শরীফ মো. ফরহাদ, শামীম খান প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:০৬ | শনিবার, ১৯ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com