সোমবার ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি সরকারের – প্রধানমন্ত্রী

  |   বুধবার, ১১ জুন ২০১৪ | প্রিন্ট

hasinaa-rana plaza

১১জুন : মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। বুধবার বিকেলে সংসদে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেছেন, মাদক পাচার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব, বিজিবি এবং কোস্টগার্ড নিরলসভাবে কাজ করছে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও ভয়ংকর মাদক পণ্য ইয়াবা পাচার রোধকল্পে গত বছরের ২৭ অক্টোবর টেকনাফ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের একটি সার্কেল অফিস স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে এ অঞ্চলে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে ইয়াবা পাচারবিরোধী অভিযান জোরদার করা  হয়েছে।

বুধবার চলতি বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য সংসদকে জানান।

ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব পরিকল্পনার আওতায় বর্তমান সরকার মে মাস পর্যন্ত ১০ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।

বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সাল নাগাদ সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানান তিনি। রাজশাহী-৩ (মোহনপুর-পবা) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, দেশে ধানের ফলন ভালো হওয়ায় সরকারিভাবে চাল আমদানির পরিকল্পনা নেই। এ মুহূর্তে সরকারি ভাণ্ডারে ১০ লাখ ৭ হাজার ৪৯২ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এ মজুতের পরিমাণ সন্তোষজনক।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৩৭ | বুধবার, ১১ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com