শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাজেদের ফাঁসির রায় কার্যকর চায় আ.লীগ

  |   বুধবার, ০৮ এপ্রিল ২০২০ | প্রিন্ট

মাজেদের ফাঁসির রায় কার্যকর চায় আ.লীগ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডদেশপ্রাপ্ত পলাতক আসামির ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

বুধবার   দুপুরে এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল।

কাদের বলেন, ‘দেশের সংবিধান ও প্রচলিত ফৌজদারী কার্যবিধি অনুযায়ী ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই এবং নির্দিষ্ট মেয়াদে ফাঁসির রায় কার্যকর করার কথা আইনে উল্লেখ আছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের সকল বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদান করা হয়েছিল। বিচারিক আদালত কর্তৃক প্রদত্ত ফাঁসির রায় হাইকোর্ট হয়ে সুপ্রীমকোর্টে গেলে সুপ্রীমকোর্ট ফাঁসির রায় বহাল রাখে।’

“বিচারের সকল পর্যায়ে নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রীমকোর্ট পর্যন্ত আসামি পক্ষের আইনজীবী তাদের প্রতিনিধি হিসেবে আদালতে উপস্থিত ছিল এবং উভয় পক্ষের সম্পূর্ণ শুনানির মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। আসামী পক্ষের আইনজীবী সর্বশেষে সুপ্রীমকোর্টে রিভিউ-এর আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়। এই খুনীদের ফাঁসির রায় সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।”

ফাঁসির রায় কার্যকরের জন্য আইনসঙ্গতভাবে যা করার সেটা শুরু হয়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বাংলাদেশ আওয়ামী লীগ-এর পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।’

আবদুল মাজেদের গ্রেপ্তারের পর বঙ্গবন্ধু হত্যা মামলার আরো ৫ দণ্ডপ্রাপ্ত পলাতক খুনি-রাশেদ চৌধুরী, নুর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্ণেল রশিদ ও মুসলেহউদ্দিন রিসালদাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা জোরদার করার দাবিও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এই জাতির অগ্রযাত্রাকে ব্যহত করা হয়। পৈশাচিক ও নারকীয় এই হত্যাকাণ্ডের মাধ্যমে শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি, একটি দল ও তার আদর্শকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়নি বরং একটি সদ্য স্বাধীন জাতি রাষ্ট্রের ভবিষ্যৎ সম্ভাবনাকে গলা টিপে হত্যা করার অপচেষ্টা করা হয়েছিল।’

করোনাভাইরাস মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মতলবী মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:২৮ | বুধবার, ০৮ এপ্রিল ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com