শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভয়ঙ্কর হেটমেয়ারকে ফেরালেন মিরাজ

  |   শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

ভয়ঙ্কর হেটমেয়ারকে ফেরালেন মিরাজ

ইনিংসের শুরু থেকে টাইগার স্পিনারদের ঘূর্ণিতে বিপর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাই আপ। এর মধ্যে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শিমরন হেটমেয়ার। কিন্তু ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা হেটমেয়ারকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এন দিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ১৮০ রান। ব্যাট করছেন শেন ডোরিচ (৩০*) ও দেবেন্দ্র বিশু (০*)।

এদিন শুরু থেকেই মারমুখী খেলতে থাকেন হেটমেয়ার। রীতিমতো ওয়ানডে মেজাজে খেলতে থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান। মাত্র ৪৩ বলে এদিন হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। মেরেছেন ৪টি ছক্কা ও ৫টি চার। তবে ব্যক্তিগত ৬৩ রানে মিরাজের বলে মুশফিকুর রহীমের তালুবন্দি হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

শুক্রবার দিনের শুরুটা হয়েছিল তাইজুলের রেকর্ড গড়া উইকেট দিয়ে। নিজের করা চতুর্থ ওভারের প্রথম বলে ওপেনার কিয়েরান পাওয়েলকে (১৪) এলবিডাব্লুর ফাঁদে ফেলেন দুর্দান্ত ফর্মে থাকা এই স্পিনার। এটি চলতি বছর তার ৩৪তম উইকেট। এর মধ্য দিয়ে মোহাম্মদ রফিককে (৩৩) ছাড়িয়ে এক বর্ষপঞ্জিতে বাংলাদেশিদের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন তিনি।

এরপরই অধিনায়ক সাকিবের জোড়া আঘাত। নিজের করা প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড করেন ৩ নম্বরে নামা শাই হোপকে (১)। ওই ওভারেরই শেষ বলে ক্রেইগ ব্র্যাথওয়েটকে (১৩) সৌম্য সরকারের তালুবন্দি করেন তিনি।

সাকিবের পর ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হানেন অভিষিক্ত স্পিনার নাঈম হাসান। নিজের করা তৃতীয় ওভারের প্রথম বলে রোস্তনকে ইমরুল কায়েসের তালুবন্দী করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট তুলে নিয়েছেন ১৭ বছর বয়সী এই স্পিনার। আউট হওয়ার আগে ৩১ রান করেন রোস্তন। ক্যারিবীয়দের দলীয় রান তখন ৭৭। আর পরের ওভারের পঞ্চম বলে সুনিলকে (১৯) বিদায় করেন এলবিডাব্লুর ফাঁদে ফেলে।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২৪ | শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com