রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিজয় দিবস উপলক্ষে সাসেক্স যুবদলের আলোচনা সভা : দেশের স্বাধীনতা রক্ষায় আবারো যুদ্ধে ঝাপিয়ে পড়তে হবে- আব্দুল বাছিত বাদশা

  |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

sasex jubodol

নিজস্ব প্রতিনিধি, লন্ডন : বাংলাদেশের মহান স্বাধীনতার ৪২তম বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল সাসেক্স শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা বলেছেন আতিপত্যবাদী শক্তি আবারো বাংলাদেশকে গ্রাস করতে চায়।তারা বাংলাদেশের মানুষের মতামতের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে একটি ফ্যাসিবাদী, দুর্নীতিগ্রস্থ, তাবেদার দলকে নিলজ্জ্বভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমান তাবেদার সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়ে একটি দেশের ইশারায় দেশের শান্তি প্রিয় ও ইসলামি চেতনায় বিশ্বাসীদের টার্গেট করে হত্যা করছে। তিনি বলেন দ্রুত এই সরকারকে পতন ঘটাতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। তাই দেশ প্রেমিক জনগনকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ রক্ষার আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

সাসেক্স যুবদলের সভাপতি বখতিয়ার খানের সভাপতিত্বে ও সাংগঠনিক মিজানুর রহমান মিজানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত বাদশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাসেক্স বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম, সাসেক্স যুবদলের সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান (আতর আলী), সিনিয়র সহ সভাপতি লায়েকুর রহমান সোয়েব, যুক্তরাজ্য যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আবুল হাসনাত, যুবদল নেতা রুহেল মিয়া, আতিক সারোয়ার, আবুল খায়ের, মো: শফিকুল ইসলাম, আব্দুল আহাদ, মো: তোফাজ্জুল হোসেন, আব্দুল মান্নান, আতাউর রহমান মঈন উল্লা।

সভায় বক্তারা বলেন, সরকার দেশে বাকশাল কায়েমের লক্ষ্যে এক তরফা বিরোধী দল বিহীন নির্বাচন করতে যাচ্ছে। তারা অবিলম্বে ৫ই জানুয়ারীর নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের দাবী জানান। বক্তারা দেশে যৌথ বাহিনীর অভিযানের নামে বিরোধী দলের নেতাকর্মীদের নির্বিচারে হত্যা, বাড়ী ঘরে হামলা, বাড়ী ঘর গুড়িয়ে তীব্র নিন্দা জানান। সেই সাথে বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।

সভার শুরুতে বক্তারা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত সকল কেন্দ্রীয় নেতাদের মুক্তি দাবী করেন।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:২৭ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com