বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিচারহীন দেশে পরিণত হওয়ার জন্য দেশ স্বাধীন হয়নি: শাহদীন মালিক

  |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

shasdin malik

ঢাকা, ২৪ এপ্রিল :  বিশিষ্ট আইনজীবি ও সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক বলেছেন, দেশে কয়েক বছর ধরে বিনা বিচারে হত্যা, গুম ও অপহরনের সংখ্যা বেড়েই চলছে। দেশটা যেন একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে। অথচ এভাবে বিচারহীন দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিভিন্ন সময় গুম হওয়া ৮ ব্যাক্তির সন্ধান দাবিতে তাদের পরিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবিধান বিশেষজ্ঞ ড.শাহদীন মালিক  বলেন, এ ভাবে চলতে দেওয়া যায়না। মানুষ স্বাধীনভাবে চলতে পারবেনা, কারো জীবনের কোন গ্যারান্টি থাকবেনা। একটা স্বাধীন দেশে এভাবে চলতে দেওয়া যায়না।

এসময় গুম হওয়া ব্যাক্তিদের দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে আহবান জানান তিনি।

প্রশাসনের উদ্দেশে শাহদীন বলেন, আপনারা জনগনের টাকায় জনগনের নিরাপত্তা দিবেন এটা আপনাদের দায়িত্ব। এর পরে যেন আর না শুনতে হয় যে আপনারা মামলা নিচ্ছেন না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. শাহদীন মালিক জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না। আর ফৌজদারী আইন অনুযায়ী কোন আসামীকে আটকের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয়।

সংবাদ সম্মেলনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, গনস্বাস্থ্য ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. জাফরুল্লাহ চৌধুরী, এবং গুম হওয়া ৮ব্যাক্তির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৪১ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com