সোমবার ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বাজার মনিটরিং এর মাধ্যমে সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি : চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভায় বক্তারা

  |   বুধবার, ১১ জুন ২০১৪ | প্রিন্ট

CNABP-11.06.14

কামাল হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, জলাবদ্ধতা, বিদ্যুৎ, গ্যাস পানি সংকট দ্রুত নিরসনের দাবিতে গত ১১ জুন অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, খাদ্যসামগ্রী ও নিত্যপণ্যের দাম প্রতিদিন বাড়ছে। ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিবছর রমজান মাসের আগেই নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়ে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ায়। এদের নিয়ন্ত্রণ কিংবা বাজার মনিটরিং এর কোন নীতিগত সিদ্ধান্ত না থাকার ফলে অসাধু ব্যবসায়ীরা নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়ে সুযোগ নিচ্ছে।

বক্তারা বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে পারলে বাজারে নিত্য পণ্যের দাম স্থিতিশীল হবে। এছাড়া বক্তারা আরো বলেন, সামনে বর্ষার মৌসুমে জলাবদ্ধতা বড় সমস্যা হবে। জলাবদ্ধতার কারণে নগরীতে পাহাড় ধসে প্রাণহানীর আশংকা রয়েছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনের জন্য বক্তারা চসিক মেয়রের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এছাড়া পবিত্র রমজান মাসে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ এসব মৌলিক সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য আহ্বান জানান। চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি লায়ন এম শফিউল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদার আশরাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন প্রত্যয় ’৭১ এর সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি পংকজ বৈদ্য সুজন, অধ্যাপক মাসুম চৌধুরী, হৃদয়ে ’৭১ এর সাধারণ সম্পাদক ডা. আর কে রুবেল ।

বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুসা কলিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলমগীর নুর, রাজনীতিক স্বপন সেন, শ্রমিক নেতা আবদুস সাত্তার, ব্যাংকার ফাতেমা আক্তার, কবি শাহিদা রহমান মুন্নি, ডা. চন্দন দত্ত, মাওলানা জয়নাল আবেদীন চিশতী, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, লায়ন প্রশান্ত বড়–য়া, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, মহিউদ্দিন আহমদ, মো. এনাম, মো. মহসীন, পারভিন আকতার চৌধুরী, কবি মাহবুব শাহ, এস. এম শফিকুর রহমান, রিমন মুহুরী, কামাল হোসেন, নুরুল আলম রহিম, সুমি আক্তার, বরুণ আচার্য্য বলাই, শাহ আলম, হারুনুর রশিদ, আমিনুল ইসলাম আমিন, আওরঙ্গজেব খান সম্রাট প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৫৪ | বুধবার, ১১ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com