বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফারুকের ওপর হামলার বিষয়টি কানাডা সংসদে উত্থাপন করা হবে : উপনেতা টমাস মখলেয়ার

  |   রবিবার, ১৭ জুলাই ২০১১ | প্রিন্ট


কানাডা প্রতিনিধি

কানাডা সংসদের বিরোধীদলীয় উপনেতা টমাস মখলেয়ার জয়নুল আবদিন ফারুকের ওপর নজিরবিহীন পুলিশি হামলার বিভিন্ন ফুটেজ দেখে বলেছেন, একটা সভ্য দেশে এ ধরনের পুলিশি নির্যাতন দেখে আমি স্তম্ভিত। কানাডার আসন্ন সংসদ অধিবেশনে আমি এমন দানবিক ঔদ্ধত্য প্রকাশের নিন্দা জ্ঞাপনসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি উপস্থাপন করব। 

কানাডা বিএনপির আহ্বায়ক ফয়সাল আহমেদ চৌধুরী এসব ফুটেজ সরবরাহ করেন। এদিকে কানাডার মন্ট্রিয়ল শহরে যুবরাজ রেস্টুরেন্টে বৃহস্পতিবার রাত ৮টায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ফয়সাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে কানাডা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান এবিএম রাজ্জাক রাজু, এজাজ আখতার তৌফিক, সাইদুর রহমান, আরমান মিঞা মাস্টার, মারিফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, মন্ট্রিয়ল সিটি কমিটির সভাপতি কামরুল ইসলাম, কুইবেক প্রাদেশিক কমিটির সহ-সভাপতি আনসার আহমেদ, জামিল আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর রহমান, যুগ্ম সম্পাদক মুহিম আহমেদ, কুইবেক প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মন্ট্রিয়ল সিটি কমিটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রানা, বিএনপি নেতা আবদুুস সালাম, তোফায়েল মোর্শেদ, রেজাউর রব রাজু, জাবেদ ইকবাল মারুফ প্রমুখ। কানাডা বিএনপির আহ্বায়ক ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, অত্যাচার নির্যাতন চালিয়ে মামলা হামলা করে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না। অত্যাচার নির্যাতন চালিয়ে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর বর্বরোচিত নির্যাতনের জবাব আন্দোলনের মাধ্যমে দেয়া হবে। তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

For News : news@shadindesh.com
Facebook Comments Box
advertisement

Posted ০০:৩৬ | রবিবার, ১৭ জুলাই ২০১১

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com