মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফান্ডরাইজিং সফল করায় জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসার কৃতজ্ঞতা প্রকাশ

  |   বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৩ | প্রিন্ট





দেশ বিখ্যাত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাগার বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার বাংলাটিভিতে অনুষ্ঠিত ফান্ডরাইজিং অনুষ্ঠান আশাতীত সফল হওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকের দায়িত্বশীল গণ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে মাদানিয়া ওয়েল ফেয়ার ট্রাষ্ট ইউকে’র জেনারেল সেক্রেটারী হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী বৃটেন প্রবাসী ও ইউরোপে অবস্থানরত বাংলাদেশী সর্ব স্থরের মুসলমানদের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে বলেন যে বাংলাটিভিতে অনুষ্ঠিত ফান্ডরাইজিং অনুষ্ঠানে সর্বস্তরের মুসলমানদের স্বত:স্ফূর্ত সাড়া, বিশ্বনাথ মাদ্রাসার প্রতি অসাধারণ ভালোবাসার বহি:প্রকাশ ছাড়া কিছু নয়। তিনি সকলের প্রতি আন্তরিক শুকরিয়া ও অভিনন্দন জানান। মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সভাপতি হাজী রইস আলী, হাজী ধনমিয়া, মুফতি আবদুল মুনতাকিম, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, হাজী আশিকুর রহমান, হাজী সুন্দর আলী, গউছ খান, মাওলানা মুখতার হুসাইন, হাজী সালেহ আহমদ, হাজী মুহাম্মদ আলী, হাজী আবদুন নূর, মাওলানা শরীফ খান, মাওলানা শামছুল ইসলাম, হাজী আবদুল মনাফ, হাজী হাবিবুর রহমান, কয়েছ আলী, দৌলতখান, সমাজ কর্মী ও গ্রাফিক্স ডিজাইনার এম আবদুর রহিম সহ সকল কমিটি সদস্য ও শুভাকাংখীগণ বিশ্বনাথ মাদ্রাসার অসাধারণ উন্নতি, অগ্রগতি ও বহুমুখী নানা প্রজেক্টের প্রতি সন্তোষ প্রকাশ করে কমিউনিটির সবাইকে মাদ্রাসার যাবতীয় প্রয়োজন পূরণে আর উদ্যমে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা ফান্ডরাইজিং প্রোগ্রামে দাঁতাগণের অকাতরে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী বলেন মাদ্রাসার একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ভেঙ্গে নতুন ইমারতের প্রথম তলার কাজ সম্পন্ন করতে ৭০ হাজার ফাউন্ডের ওয়াদা অবশ্য করেছেন, যা অবশ্যই প্রসংশার দাবিদার। কিন্তু বিশালায়তন এবং কানায় কানায় ছাত্র ছাত্রী দ্বারা পরিপূর্ণ এই প্রতিষ্ঠানের বার্ষিক বিরাট ভ্যভার বহনের জন্য নিয়মিত দান অব্যাহত রাখা নেহায়েত জরুরী। বাংলাদেশী টাকায় প্রায় ৭৩ লক্ষ টাকা বিশ্বনাথ মাদ্রাসার বার্ষিক খরচ।

এই বিরাট খরচ বহনের উদ্দেশ্যে সবাইকে একাউন্ট নম্বর ৪১৫৫২৪৬৫, সর্ট কোড ৩০-০২-৩৩,ঐঝইঈ ব্যাংকে নিয়মিত দান অব্যাহত রাখার অনুরোধ জানান।

প্রয়োজনে : ০৭৮৫৩৩০৭৩৯৩ নাম্বারে সবাই যোগাযোগ ও করতে পারবেন।

For News : news@shadindesh.com
Facebook Comments Box
advertisement

Posted ২৩:০৮ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com