বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ

  |   বুধবার, ২৩ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

ukrine

প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুর্চিনভ পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন। একজন স্থানীয় রাজনৈতিক নেতাসহ দুই লোককে নির্যাতন করে হত্যার পর ক্রিমিয়ায় রুশ বিচ্ছিন্নতাবাদীদের জন্য তিনি এ আদেশ জারি করেন।

প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুর্চিনভ মঙ্গলবার তার কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘পূর্ব ইউক্রেনের নাগরিকদের নিরাপত্তার জন্য সামরিক অভিযানের আদেশ দিচ্ছি।’

তিনি বলেন, রাজনীতিক ভ্লাদিমির রিবাকের মৃতদেহ স্লাভিয়ানস্ক শহরের কাছে পাওয়া গেছে এবং তার দেহে রুশপন্থী সামরিক সেনাদের নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।তিনি আরো জানান, এ ধরনের অপরাধের পেছনে রুশ ফেডারেশনের পূর্ণ সহযোগিতা ও সংশ্লিষ্টতা রয়েছে।

এদিকে, ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মঙ্গলবার একটি সংবাদ সম্মলনে বলেন, আগে যে সহিংসতা ঘটছে, তার সবকিছুতে রাশিয়ার সমর্থন আছে এবং তাদের উদ্দেশ্য হলো প্রেসিডেন্ট নির্বাচনকে নস্যাৎ করা।

তিনি আরো বলেন, ‘আমরা রাশিয়ার কাছে কিছুই চাই না। শুধু আন্তর্জাতিক চুক্তি মেনে চলার জন্য তাদের আহ্বান জানাচ্ছি এবং গ্যাংস্টার মতো আচরণ না করার আহ্বান জানাচ্ছি।’

তথ্যসূত্র : আল-জাজিরা

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪৭ | বুধবার, ২৩ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com