মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ণতার ৬৫ বছর কাল অমর একুশে

  |   সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

পূর্ণতার ৬৫ বছর কাল অমর একুশে

16826139_735341246633769_4593562078999892185_o

মাহাবুব আলম শ্রাবন, ঢাকা রিপোর্টার: চলছে শেষ সময়ের প্রস্তুতি রাত পোহালেই অমর একুশে ফেব্রুয়ারি, পূর্ণ হবে ভাষা আন্দোলনের ৬৫ বছর। বায়ান্নর এই দিনে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা। সেই দিন ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যে সিদ্ধান্তই নিক না কেন, ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের কঠোর প্রতিজ্ঞা নিয়েই দিনটি পার করেছে ছাত্ররা। সিদ্ধান্ত অনুযায়ী ২১ ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় এক হাজারেরও বেশি শিক্ষার্থী জড়ো হয়। একুশের সকাল থেকেই ছাত্রদের মধ্যে ছিল অস্থিরতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল উত্তেজনা। এক পর্যায়ে ১৪৪ ধারা ভাঙ্গার পক্ষে সিদ্ধান্ত নেন ছাত্রজনতা।

16864996_735340399967187_1157815288176553316_n

এরপর শিক্ষার্থীরা একটার পর একটা মিছিল নিয়ে গেটের দিকে যাচ্ছিল, তখন মিছিল ঠেকাতে লাঠিচার্জ করে পুলিশ। বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল রফিক, সালাম, বরকত, সফিউর জব্বাররা। তাঁদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা, মায়ের ভাষা। বাঙালি জাতিসত্তা বিকাশের যে সংগ্রামের সূচনা সেদিন ঘটেছিল, মুক্তিযুদ্ধের গৌরবময় পথ বেয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে তা চূড়ান্ত পরিণতি লাভ করে। একুশে ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। একুশের প্রথম প্রহর থেকেই জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে ভাষা শহীদদের। মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার।

16798011_735337553300805_94830657307082508_o

সংগ্রামে একুশে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন- শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। পৃথিবীর একমাত্র জাতি বাঙালি, যারা ভাষার জন্য এদিন জীবন দিতে পেরেছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:০৪ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com