শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিয়ে সংশয়ে বিএনপি

  |   বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিয়ে সংশয়ে বিএনপি

নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেছেন, আগামী নির্বাচনে জনগণ অংশগ্রহণ করতে পারবে কি না-তা নিয়ে সংশয় রয়েছে।

বুধবার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের দফতরে মনোনয়নপত্র দাখিলের পরে তিনি সাংবাদিকদের এ আশঙ্কার কথা জানান।

ঢাকা-১৩ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আব্দুস সালাম।

আব্দুস সালাম বলেন, ‘সব দল নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্ত জনগণের অংশগ্রহণমূলক হবে কিনা সেটা এখনও বোঝা যাচ্ছে না। আমি এখনও বলছি, জনগণ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। আমি আশা করি, অন্তত আজকে থেকে বিএনপির নেতাকর্মীদের আর গ্রেফতার করা হবে না। রাতে গিয়ে কোনো বাসায় হামলা করা হবে না। তাহলে জনগণ মনে করবে যে তার ভোট সে দিতে পারবে।’

তিনি বলেন, এগুলো নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। আশা করি তারা এ দায়িত্ব পালন করবে। এসময় এখন যে অবস্থা বিরাজ করছে তাতে করে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির অনেকেই সশরীরে মনোনয়নপত্র দাখিল করছে না কেন?-এমন প্রশ্নের জবাবে আব্দুস সালাম বলেন, ‘হয়তো হুমকি-ধামকির ভয়েই আসছে না।’

আব্দুস সালাম ছাড়াও বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ঢাকা-১৭ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের দফতরে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘লেবেল প্লেয়িং ফিল্ডের কোনো লক্ষণই নেই। একের পর এক বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ হয়তো চাচ্ছে আমরা নির্বাচনের মাঠ ছেড়ে চলে আসি। কিন্তু আমরা শেষবিন্দু পর্যন্ত নির্বাচনী মাঠে থাকতে চাই। সরকার যতই হুমকি দেখাক না কেন বিএনপি নির্বাচনী মাঠে থাকবে।’

উল্লেখ্য, দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা সারাদেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া শুরু করেছেন। ঢাকার আসনগুলোর জন্য বুধবার সকাল ৯টা থেকে প্রার্থীরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসতে শুরু করেন। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের দফতরে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ১৫টি সংসদীয় আসনের প্রার্থীরা এখানে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

তফসিল ঘোষণার পরদিন থেকে প্রার্থীদের মনোনয়ন জমা দেয়া শুরু হয়। তফসিল ঘোষণা করা হয় গত ৮ নভেম্বর। ওইসময় থেকে এখন পর্যন্ত ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজমের দফতর থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৫২ | বুধবার, ২৮ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com