সোমবার ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ একটি সেনসেটিভ জায়গা : সিইসি

  |   রবিবার, ১৫ জুন ২০১৪ | প্রিন্ট

cse

১৫ জুন :  নারায়ণগঞ্জকে সেনসেটিভ জায়গা বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, ‘নারায়ণগঞ্জ একটি সেনসেটিভ জায়গা, এ কারণে আমরা সতর্ক রয়েছি। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকটি অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। এছাড়া আমাদের বিশেষ সর্তকতা রয়েছে যেন সেখানে কোন বহিরাগতরা অবস্থান না করতে পারে।

রোববার বিকেল ৫টায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। উপনির্বাচনে কেন সেনা মোতায়েন করা হচ্ছে না, এমন প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, ‘গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের উপর ভিত্তি করে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে না। তবে র‌্যাব থাকবে। এছাড়া বিভাগীয় কমিশনার, ডিসি, এসপিকে সে মোতাবেক নির্দেশনা দেয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জে বিদ্যমান পরিস্থিতি মোতাবেক আমরা ব্যবস্থা নিয়েছি। যেহেতু একটি নির্দিষ্ট এলকায় নির্বাচন হচ্ছে। এ কারণে আমরা বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিসীর সদস্যদের মোতায়েন করেছি।’

এ সময় বরিশাল-৫ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলেও জানান সিইসি। এর আগে বেলা ১১টায় ইসির সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেন সিইসি।

বৈঠকে ঢাকা বিভাগীয় কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, এনএসআই, ডিজিএফআই ও কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীর প্রতিনিধি ও কমিশনাররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:৩২ | রবিবার, ১৫ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com