রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দেশ ধ্বংসের পথে, সরকার হটানোর বিকল্প নেই: অলি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

দেশ ধ্বংসের পথে, সরকার হটানোর বিকল্প নেই: অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, বর্তমান নিশিরাতের সরকার তাদের দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বিভিন্ন দিক থেকে চরম বেকায়দায় আছে। তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসের পথে। এ থেকে উত্তরণে এ সরকারকে হটানোর বিকল্প নেই।

রোববার (৮ জানুয়ারি) রাজধানীর পূর্ব-পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যদের সভায় তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, সরকারের পতনের লক্ষ্যে দল-মত-জাতি-ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণঅবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এ অবৈধ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলে হবে না। দেশপ্রেমিক সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়ানোর কারণে দেশের ৮৫ শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখীতে এখন অনেকের জীবন-সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে।

এদিকে, বিএনপিঘোষিত ১০ দফার সমর্থনে অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে গণঅবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে এলডিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করেন অলি আহমদ।

রোববার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠকের পর কে, কোন বিভাগে গণঅবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে তা বণ্টন করা হয়।

ঢাকা বিভাগের গণঅবস্থানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ। চট্টগ্রামে এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, ময়মনসিংহে এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, রাজশাহীতে সাংগঠনিক সম্পাদক জুয়েল, সিলেটে সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রুপা চৌধুরী এবং রংপুরে উপস্থিত থাকবেন পঞ্চগড় জেলা এলডিপি সভাপতি রেজাউল মাস্টার।

এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এস এম মোরশেদ, কে কিউ ই সাকলায়েন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:০৫ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com