বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

`দেশে কোনো গণতন্ত্র নেই'

  |   শুক্রবার, ২৫ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

 

rafiq-desh cartay hotay paray

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘দেশে কোনো গণতন্ত্র নেই। এখন দেশ চলছে একটি অনির্বাচিত সরকারের জুলুম-অত্যাচারে।’

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব)  আয়োজিত ‘চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্টদের পেশাগত উন্নয়নে ও পেশাজীবি আন্দোলনে মরহুম হযরত আলীর’ ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেন হযরত আলী। সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। দল তার কথা মনে রাখবে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান একাধিক প্রমাণ নিয়ে বলেছে, জিয়া দেশের প্রথম রাষ্ট্রপতি কিন্ত আওয়ামী লীগের নেতারা মিথ্যাচার করে সত্যকে আড়াল করতে চাইছে। সত্য কখনও আড়াল করা যায় না তার প্রমাণ রেখেছেন তাজউদ্দিন আহমেদের মেয়ে। তার বই পড়লে অনেক সত্য বের হয়ে আসবে।’

রফিকুল ইসলাম বলেন, ‘জনগণের স্বার্থে আমরা তিস্তার পানি নিয়ে ২২ ও ২৩ এপ্রিল লংমার্চ করেছি। কিন্ত আওয়ামী লীগ বলেছে, এ লংমার্চ কোনো বিশেষ উদ্দেশ্যে। এ লংমার্চে বিএনপি জ্বালাও পোড়াও করতে পারে। কিন্ত আমরা সেটা করিনি। কারণ বিএনপি কখনও জ্বালাও পোড়াও বিশ্বাস করে না।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘বিএনপি দেশের সাধারণ মানুষের ভোটে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাসী। আওয়ামী লীগের মতো বিনা নির্বাচনে ক্ষমতায় যেতে চায় না।’

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি একেএম মুসা লিটনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাবের প্রথম যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তানভীরুল আলম, মরহুম হযরত আলীর স্ত্রী জেসমিন আক্তার প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৩ | শুক্রবার, ২৫ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com