মঙ্গলবার ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও নাগরিকদের নিরাপত্তা জোরদার

  |   রবিবার, ০৪ আগস্ট ২০১৩ | প্রিন্ট

এবিসিদ্দিক,ঢাকা : ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা ও বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আল-কায়েদার হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে অবস্থিত দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখা এবং দেশটির নাগরিকদের ভ্রমণে সতকর্তা জারির পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার দিনগত মধ্যরাতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বরাত দিয়ে পুলিশ সদর দফতরের মুখপাত্র এআইজিপি (মিডিয়া) জালাল আহমেদ সাংবাদিকদের একথা জানিয়েছেন। জালাল আহমেদ জানান, আল-কায়েদার হামলার আশঙ্কায় রোববার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

শুক্রবার রাজারবাগে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারের দেওয়া এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার পর থেকেই কূটনৈতিক এলাকাসহ মার্কিন নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।দূতাবাস এলাকায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ান, র‌্যাবের টহল ও সাদা পোশাকধারী পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার তাদের দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পরপরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলেও জানান তিনি। যদিও মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। এরপরও পুলিশ সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করেন জালাল আহমেদ।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্য ও বিভিন্ন মুসলিম দেশে যুক্তরাষ্ট্রের কূটনীতিবিদদের ওপর আল-কায়েদার হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্য রয়েছে। সে কারণে রোববার বাংলাদেশ ছাড়াও মিশর, তুরস্ক, আলজেরিয়া, বাহরাইন, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লিবিয়া, ওমান, কাতার, সৌদি আরব, ইয়েমেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকছে।

এছাড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দফতর। এ সময়ের মধ্যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

For News : news@shadindesh.com
Facebook Comments Box
advertisement

Posted ০২:০৪ | রবিবার, ০৪ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com