শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাইব্যুনাল আইনে জামায়াতের বিচার করা যায় না: আনিসুল হক

  |   বৃহস্পতিবার, ২৯ মে ২০১৪ | প্রিন্ট

ট্রাইব্যুনাল আইনে জামায়াতের বিচার করা যায় না: আনিসুল হক

Anisul-Haque

ঢাকা, ২৯ মে : আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বিচার করা করা যায় । বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুপ্রিম কোর্টে ইউএনডিপি’র আয়োজনে এক সেমিনারে সম্মনিত অতিথি ছিলেন আইনমন্ত্রী।

অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় কয়েকজন সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জামায়াতের নিবন্ধন বিষয়ে একটি মামলা আপিল বিভাগে বিচারাধীন। এ অবস্থায় জামায়াতের বিষয় নিয়ে ট্রাইব্যুনালে আরেকটি মামলার বিচার চললে পরিস্থিতি কি হবে তার বিবেচনা করতে হবে। কারণ, একইসঙ্গে দুটি মামলার বিচার চলতে পারে কি না সেটি বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, জামায়াতের বিচারে শাস্তি কি হবে এবং শাস্তি কে ভোগ করবে বিষয়টি ভাবতে হবে। ট্রাইব্যুনাল আইনে কোনো সংগঠনের বিচার বা শাস্তির বিধান নাই। আমাদের প্রচলতি আইনে (কোম্পানি আইন) সংশ্লিষ্ট কোম্পানির শাস্তি হলে শাস্তি ভোগ করতে পরিচালনা পর্ষদদের। এ ক্ষেত্রে জামায়াতের সাজা ভোগ করবেন তাদের নেতারা। ইতোমধ্যে এসব নেতাদের অনেকের বিচার হয়েছে। সুতরাং একই ব্যক্তির দুইবার বিচার কিভাবে করা যায়।

জামায়াতের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার সাত মাস পর তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেন তদন্ত সংস্থা।

উল্লেখ্য, গত ২৭ মার্চ দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুই মাস অতিক্রান্ত হওয়ার পরও প্রসিকিউশন এখনো আনুষ্ঠানিক অভিযোগ আদালতে দাখিল করতে পারেননি। এর মধ্যেই এমন মন্তব্য করলেন আইনমন্ত্রী।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:৩০ | বৃহস্পতিবার, ২৯ মে ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com