শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেস্টে মুশফিক ও মিরাজের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং

  |   মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

টেস্টে মুশফিক ও মিরাজের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং

স্পোর্টস ডেস্ক : মিরপুর, পাল্লেকেলে আর আবুধাবি টেস্টের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের টেস্ট র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ। ক্যারিয়ারের সেরা র‌্যাংকিং স্পর্শ করেছেন মুশফিক ও মিরাজ।

মিরপুরে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ। পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড আর আবুধাবিতে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। মিরপুর টেস্টে জিতে বাংলাদেশ সিরিজে সমতা আনে, পাল্লেকেলে টেস্ট জিতে ইংলিশরা ১৭ বছর পর লঙ্কান মাটিতে সিরিজ জেতে আর আবুধাবিতে পাকিস্তানকে রোমাঞ্চ ছড়িয়ে কিউইরা হারায় ৪ রানের ব্যবধানে, তিন ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে লিড নেয় নিউজিল্যান্ড।

মিরপুর টেস্টে জয়ের দুই নায়ক মুশফিক ও মিরাজ। মুশফিক ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পান, মিরাজ ফিফটির পাশাপাশি দুই ইনিংসে ৮ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নেন ৫টি উইকেট। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো সেরা বিশে ঢুকেছেন মুশফিক। আর বোলারদের র‌্যাংকিংয়ে নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন মিরাজ। পাঁচ ধাপ এগিয়ে মুশফিক উঠেছেন ১৮ নম্বরে। তার আগের ক্যারিয়ার সেরা অবস্থান ছিল গত বছরের জুলাইয়ে ২১তম। আর বোলারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে উঠেছেন মিরাজ ২৮ নম্বরে।

মিরপুর টেস্টে আট বছরের অপেক্ষার পর সেঞ্চুরি পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসে ৩৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে তিনি অপরাজিত ছিলেন ১০১ রান করে। ৭৪ নম্বর থেকে এক লাফে ৫৭তে চলে এসেছেন মাহমুদউল্লাহ। মিরপুরে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করা জিম্বাবুয়ে ব্রেন্ডন টেইলর ১৮ ধাপ এগিয়ে চলে এসেছেন ২৭ নম্বরে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করে বাংলাদেশ দল হারিয়েছে ৬ রেটিং পয়েন্ট। ৬১ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিক-মাহমুদউল্লাহদের অবস্থান ৯ নম্বরে। শীর্ষে আছে ভারত, রেটিং পয়েন্ট ১১৬। ১০৬ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা, ১ পয়েন্ট কম নিয়ে তিনে ইংল্যান্ড, ১০২ পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড, সমান পয়েন্ট নিয়ে পাঁচে অস্ট্রেলিয়া, ৯৭ পয়েন্ট নিয়ে ছয়ে শ্রীলঙ্কা, ৯৫ পয়েন্ট নিয়ে সাতে পাকিস্তান, আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৬, নয়ে বাংলাদেশ আর দশে থাকা জিম্বাবুয়ে ১১ রেটিং পয়েন্ট যোগ করে অর্জন করেছে ১৩ পয়েন্ট। এগারো এবং বারো নম্বরে থাকা টেস্ট পরিবারের নতুন সদস্য আফগানিস্তান-আয়ারল্যান্ডের কোনো পয়েন্ট যোগ হয়নি।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:০০ | মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com