বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গাগার বার্ষিক জলসা সম্পন্ন

  |   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

যে হাত কওমি মাদরাসাকে ঠেকানোর চেষ্ঠটা হবে সে হাত পুড়ে ছাই হয়ে যাবে
tafazzol hoque habigongi

সিলেট শহরতলীস্থ ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গাগার বার্ষিক জলসা  গতকাল সম্পন্নহয়েছে।  সকাল ১০ ঘটিকা হতে শুরু হয়ে রাত ব্যাপী দেশ বরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ ফরমান। জামেয়ার শায়খুল হাদীস মাওলানা শিহাবুদ্দিন ও মাওলানা নজির আহমদেও সভাপতিত্বে অনুষ্ঠিত জলসায় বয়ান পেশ করেন, দেশের বিশিষ্ট আলেমেদ্বীন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, শায়খুল হাদীস আব্দুস শহিদ গলমুকাপনী, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী  প্রমুখ। বার্ষিক রির্পোট পেশকরেন জামেয়ার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান ।

দেশের বিশিষ্ট আলেমেদ্বীন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী বলেছেন, কোরআন –সুন্নাহর আদর্শই মানুষের একমাত্র কল্যানের গ্যারান্টি দিতে পারে। ইসলামের সঠিক আর্দশ থেকে দুরে সরে যাওয়ার কারনেই আজ আমরা সর্বত্র মার খাচ্ছি। তিনি বলেন,  আমরা ঘুমে ছিলাম সম্প্রতি আমাদেরকে সজাগ করেন আল্লামা শাহ আহমদ শফি। হাটহাজারি থেকে তিনি দেন জাগরণের আযান। তার আযানে আড়মোড়া দিয়ে জেগেছে ঘুমন্ত মুসলমান।খোদার কসম বুলেটের মাধ্যমে এ জাগরণ ঠেকানো যাবেনা,ইসলাম বিদ্বেষী নাস্তিকদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে।

জামেয়া রেংগার ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন। আল্লামা হবিগঞ্জি বলেন সিলেট শাহজালালের দেশ।তিনশত ষাট আউলিয়ার সম্মান রক্ষায় সিলেটের মানুষকে এগিয়ে আসতে হবে। ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে গণ প্রতিরোধ সিলেট থেকে গড়ে তুলতে হবে।তিনি বলেন আলেমদের নির্যাতন করে তাদের আদর্শ বিচ্যুত করা যাবেনা। তিনি কউমি মাদরাসার উপর সরকারের নিয়ন্ত্রণের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্ছারন করে বলেন যে হাত কউমি মাদরাসাকে ঠেকানোর চেষ্ঠটা হবে, সে হাত পুড়ে ছাই হয়ে যাবে।

বার্তাপ্রেরক : মাওলানা কবির আহমদ খান, সিলেট

Facebook Comments Box
advertisement

Posted ২১:৩৬ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com