রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামায়াত আ. লীগে ঢুকে যাচ্ছে

  |   বৃহস্পতিবার, ১৯ জুন ২০১৪ | প্রিন্ট

shahrir kabir

নিজস্ব প্রতিবেদক : আমাদের চেতনা ও আচরণে এখনো পাকিস্তানের প্রেতাত্মা ভর করছে। জামায়াতের লোকেরা আওয়ামী লীগে ঢুকে যাচ্ছে। আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধের সপক্ষে এখন অনেক কিছু করতে চাইছে না বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঐতিহাসিক আগরতলা মামলা কার্যক্রম শুরুর ৪৬তম দিবসে উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের শুরুতে বিসমিল্লাহ আর বক্তব্যের শেষে আল্লাহ হাফেজ বলার সমালোচনা করে শাহরিয়ার কবির বলেন, এখন বিসমিল্লাহ বলে অনুষ্ঠান শুরুর দরকার নেই। বিসমিল্লাহ শব্দের বিরোধিতা আমি করছি না। উর্দু আর ফারসির মিশেলে খোদা হাফেজ সংস্করণে আল্লাহ হাফেজ শব্দটা জিয়াউর রহমানের আমল থেকে শুরু হয়েছে। জিয়াউর রহমানের ভূত, পাকিস্তানের ভূত আমাদের ঘাড়ে চেপে বসে আছে। পাকিস্তানি ধ্যান ধারণা আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের মনোজগতে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, জামায়াতকে তারা ফুলের মালা দিয়ে দলে ঢুকাচ্ছেন, আর আমাদের জাতীয় বীরদের মূল্যায়ন করছেন না। শর্ষীনার পীরকে স্বাধীনতার পদক দেয়া হয়েছে। আমাদের জাতীয় বীরদের স্বাধীনতা পদক দেয়া হয়নি। বঙ্গবন্ধু ও তাদের সহযোগীরা যারা সশস্ত্রভাবে সংগ্রাম করেছে, কেন তাদেরকে আমরা জাতীয় বীরের মর্যাদা দিব না?
আওয়ামী লীগের অর্জনের কথা কখনো লিপিবদ্ধ হয়নি মন্তব্য করে শাহরিয়ার কবির বলেন, ৬৫ বছরের পুরনো দল আওয়ামী লীগের ইতিহাসে অকথিত অধ্যায় বাংলাদেশের বাজারে আওয়ামী লীগ তাদের দলিয় ইতিহাস এখনো প্রকাশ করেনি। কিন্তু কংগ্রেস ভারতে তাদের রাজনৈতিক ইতিহাস প্রকাশ করেছে বিভিন্ন প্রকাশনায়।
আগরতলা মামলা মূল্যায়ন পরিষদের সভাপতি আবু আহাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আগরতলা মামলায় ২৬নং অভিযুক্ত ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) এম শওকত আলী এমপি, আগরতলা মামলায় ২৯নং অভিযুক্ত ও জাতীয় বীর ফ্লাইট সার্জেন্ট (অব.) আব্দুল জলিল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল এ্যাডভোকেট সাহিদা বেগম, মূল্যায়ন পরিষদের সেক্রেটারি আমজাদ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০০ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com